Sarada Scam: কাঁথির সারদা ফাইল উধাও মামলায় ডাক পড়ল পৌরকর্মীর

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2023 | 7:38 AM

Sarada Scam: সূত্রের খবর,কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল থেকে বেরনোর সময় সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে তিনি ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন।

Sarada Scam: কাঁথির সারদা ফাইল উধাও মামলায় ডাক পড়ল পৌরকর্মীর
সারদা ফাইল লোপাটে ডাক পড়ল পৌর কর্মীর (নিজস্ব চিত্র)

Follow Us

কাঁথি: কাঁথি পুরসভা থেকে সারদা ফাইল লোপাট মামলায় কাঁথি পুরসভা কর্মীকে ডেকে পাঠাল পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ কাঁথি পুরসভার কর্মী হরিপদ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদে জন্য ডেকে পাঠান কাঁথি থানার তদন্তকারীরা। এ দিন, কাঁথি থানার পুলিশের নোটিশ অনুয়ারী উপস্থিত হন পুরসভার কর্মী হরিপদ চক্রবর্তী।

সূত্রের খবর,কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল থেকে বেরনোর সময় সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে তিনি ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। এরপর ২০২২ সালে ২৩ জুন কাঁথি থানায় মামলা দায়ের করেন কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। তিনি অভিযোগ করে বলেন, “সারদা নথির পুরসভা থেকে গায়েব হয়ে গিয়েছে।”

এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে কাঁথি থানার পুলিশ। এর আগে সারদার নথি গায়েব মামলায় সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ চালায় কাঁথি থানার পুলিশ। এরপর ডাকা হল কাঁথি পুরসভার কর্মী হরিপদ চক্রবর্তীকে। আর পুরকর্মীকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের প্রশ্ন তাহলে কি কাঁথি পুরসভা কর্মী হরিপদ চক্রবর্তী সারদা নথি মামলায় গায়েবে যুক্ত ছিলেন? গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও পুরপ্রধান সুবল মান্না বলেন, “আইন আইনের পথেই চলবে।”

Next Article