Nandigram: শহিদ স্মরণ মঞ্চের পাশে নন্দীগ্রামে ‘কুণাল গো ব্যাক’ পোস্টার

Kanishka Maity | Edited By: অংশুমান গোস্বামী

Jan 06, 2024 | 11:58 PM

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মঞ্চের পাশে বিজেপি লোকজন এই সব পোস্টার লাগিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Nandigram: শহিদ স্মরণ মঞ্চের পাশে নন্দীগ্রামে ‘কুণাল গো ব্যাক’ পোস্টার
কুণাল ঘোষকোে ঘিরে পোস্টার
Image Credit source: TV9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: নন্দীগ্রামের শহিদ স্মরণ সভাকে ঘিরে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠল। নন্দীগ্রামের ভাঙাভেড়া শহিদ স্মরণ সভা মঞ্চের ঠিক পাশেই ‘কুণাল ঘোষ গো ব্যাক’ পোস্টার পড়ল। সভার কয়েক ঘণ্টা আগে এই পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পোস্টারে লেখা রয়েছে, ‘মিথ্যাবাদী কুণাল গো ব্যাক’। পাশাপাশি কুণাল ঘোষ জেল খাটা আসামি দূর হতো এই পোস্টারে ভরে রয়েছে গোটা এলাকা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মঞ্চের পাশে বিজেপি লোকজন এই সব পোস্টার লাগিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাত পোহালেই ৭ জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়াতে নন্দীগ্রাম ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূলের শহিদ স্মরণসভা রয়েছে। ২০০৭ সালে এদিন ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি শহিদ হন। অপরদিকে শহিদ মিনারে রয়েছে বিজেপির শহিদ স্মরণ সভা।

যদিও এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সোনাচূড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেব কুমার রায় বলেছেন, “পোস্টারের বিষয়টি দেখার পর আমরা থানায় জানিয়েছি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটি। আমরা বলেছি, এ নিয়ে ব্যবস্থা নিতে।” বিজেপি নেতা শ্যামাপদ মাইতি বলেছেন, “ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। ওদের লোকই করেছে। এখানে তৃণমূল-বিজেপির বিষয় নয়। এটা শহিদ স্মরণ।”

তবে নন্দীগ্রামে তাঁর নামে পোস্টার নিয়ে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্থানীয় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে ‘গো ব্যাক’ বলা নিয়ে অধিকারী পরিবারকে কটাক্ষ করেছেন কুণাল।

Next Article
Mid Day Meal: ডাল ভাত নয়, মিড ডে মিলে পিঠে পুলি খেয়ে বেজায় খুশি মন্তেশ্বরের খুদেরা
Nandigram Updates: শহিদ দিবসের অনুষ্ঠানে তৃণমূলকে কড়া আক্রমণ শুভেন্দুর, নন্দীগ্রামে হাজির কুণাল