‘ভ্যাকসিন দুর্নীতি’, পেট্রো পণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের বিক্ষোভ মিছিলে নামছে বামেরা

সৈকত দাস |

Jul 04, 2021 | 9:42 PM

CPIM: আগামী ১৫ দিন চলবে বামেদের এই বিক্ষোভ মিছিল। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে দুর্গাচক পর্যন্ত কয়েক শয় খানেক কর্মী সমর্থককে নিয়ে বিক্ষোভ মিছিল করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব এবং নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি।

ভ্যাকসিন দুর্নীতি, পেট্রো পণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের বিক্ষোভ মিছিলে নামছে বামেরা
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: রাজ্য সরকারের মদতে ভ্যাকসিনের কালোবাজারি চলছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পেট্রোল ডিজেল ও জ্বালানি গ্যাসের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি জেরে জেরবার সাধারণ মানুষ। এমনই অভিযোগ তুলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টানা পনেরো দিন রাজ্যের জেলায় জেলায় পথে নামছে বামেরা। রবিবার ঘোষণা রবীন দেবের।

রবীন দেব জানান, আগামী ১৫ দিন চলবে বামেদের এই বিক্ষোভ মিছিল। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে দুর্গাচক পর্যন্ত কয়েক শয় খানেক কর্মী সমর্থককে নিয়ে বিক্ষোভ মিছিল করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব এবং নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি। পরে মিছিল শেষে রাজ্য সরকারের ভ্যাকসিন দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি নিয়ে টানা ১৫ দিন রাস্তায় নামার কথা জানান সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব।

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি ও পূর্ব মেদিনীপুরের বাম জেলা নেতৃত্ব। সোমবার কাঁথির পরে এগরা, তমলুক-সহ সারা রাজ্য জুড়ে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে চলেছে বামেরা।

আরও পড়ুন: ‘শুভেন্দু গড়’ নন্দীগ্রামে পদ্মে ভাঙন, ‘কালীঘাটে মুখ দেখাতে পারছেন না মমতা’,কটাক্ষ বিজেপির 

রবীন দেব বলেন, রাজ্য সরকারের মদতে ভ্যাকসিন দুর্নীতি শুরু হয়েছে বাংলায়। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য এবং জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলবে বিক্ষোভ মিছিল।

Next Article