Mamata Banerjee: কাঁথি পৌরসভার ভার জেলাশাসকের ওপর, পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু গড়ে বিশেষ নজর মুখ্য়মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2022 | 1:54 PM

Mamata Banerjee: বুধবার নবান্নর সভা ঘর থেকে মন্ত্রী সভার সদস্যদের নিয়ে রাজ্য,জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: কাঁথি পৌরসভার ভার জেলাশাসকের ওপর, পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু গড়ে বিশেষ নজর মুখ্য়মন্ত্রীর
কাঁথি পৌরসভার ওপর নজর মুখ্যমন্ত্রীর

Follow Us

পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর বিশেষ নজরে পূর্ব মেদিনীপুরে, জেলাপ্রশাসনের ভিডিয়ো কনফারেন্সে খবর নেন কাঁথি ও দিঘার। কাঁথি পৌরসভার কাজ কর্ম দেখার বিশেষ ভার দিলেন জেলাশাসকের ওপর। সদ্য তালিকা প্রকাশ হয়েছে দুই সাংগঠনিক জেলা তৃণমূলের ব্লক, শহর,মহিলা,যুবর। কিন্তু দলের অন্দরেই হয়েছে বিস্তর ক্ষোভ। তার আঁচ পেয়েছেন নেত্রীও।

এদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে এই জেলার ওপর বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রয়েছেন এই খানে। যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে এখানকার উন্নয়ন নিয়ে বিরোধীরা খুব বেশি সরব হতে না পারেন, তাতেই সচেষ্ট মুখ্যমন্ত্রী।

এদিন জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। অধিকারী খাস তালুক কাঁথির উন্নয়ন প্রতি নজর রয়েছে তীক্ষ্ণ। কাঁথি এবং শিল্প শহরের প্রতি বিশেষ নজরদারি রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নর সভা ঘর থেকে মন্ত্রী সভার সদস্যদের নিয়ে রাজ্য,জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারীকরাও। সেখানেই দুর্নীতি ইস্যুতে পুলিশকে আরও সক্রিয় থাকার বার্তা দিয়েছেন। বালি-চুরি আটকাতে ভূমি সংস্কার দফতর,পুলিশ,সাধারণ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বলে বিশেষ সূত্রের থেকে জানা যাচ্ছে ।

কাঁথি ও হলদিয়া পৌরসভার দুর্নীতি রোধে কড়া ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক পূর্ণেন্দু মাজিকে কাঁথি পৌরসভার কাজকর্ম দেখে নেওয়ার কথা বলেন। চলতি বছরের শেষের দিকে হয়ত পুজো পার করে এই জেলা সফরে আসতে পারেন বলে জানা গিয়েছে।

সৈকত শহরের কাজ কর্ম গতি প্রকৃতি কী হয়েছে কত দূর তার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এবং স্বপ্নের প্রকল্প বাণিজ্য নগরী মুম্বইয়ের ধাঁচে-সৈকত সরণি কাজের খবর নেন।
যদিও বৈঠক প্রসঙ্গে সংবাদমাধ্যমকেও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

কাঁথি পৌরসভার নব নির্বাচিত বোর্ড প্রায় ছয় মাস হয়ে গেল। কিন্তু কাজের খতিয়ান তেমন ঊর্ধ্বমুখী নয় বলে অভিযোগ। প্রায় দুই বছর প্রশাসক বোর্ড থাকার পরে কয়েক মাস আগে কাঁথি পৌরসভায় নির্বাচিত বোর্ড এসেছে। সোমবার হলদিয়ার মহকুমা শাসককে হলদিয়া পৌরসভার প্রশাসক নিযুক্ত করেছে সরকার।

জানা যাচ্ছে, সব কিছু ঠিক ঠাক থাকলে হয়ত নতুন বছরের গোড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত দামামা বাজতে পারে। তার আগে বিরোধী দলনেতার গড়ে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Next Article