Mandermoni: সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যাই করেছেন? মন্দারমনিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে তেমনই ভাবছে পুলিশ
Mandermoni: প্রসঙ্গত, আমডাঙার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর চৌত্রিশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমনির একটি হোটেল থেকে। আর তা ঘিরেই রহস্য। ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে।
পূর্ব মেদিনীপুর: মন্দারমনির হোটেলে আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের রহস্যমৃত্য়ুতে নয়া মোড়। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েই অশান্তি ও জমি নিয়ে টানাপোড়েনে আত্মহত্যা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তেমনটাই মনে করছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই আবুল নাসারের বান্ধবী তনুশ্রী মুখোপাধ্যায় ও তাঁর বন্ধু আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হয়েছে ভিডিয়ো রেকর্ডিং। ঘটনার দিন তনুশ্রীর সঙ্গে থাকা সোমা বন্দ্য়োপাধ্যায় ও মামা কৃষ্ণা পণ্ডিতের ভূমিকাতেও নজর দেওয়া হয়েছে। তৃণমূল নেতার শরীরে কোনও আঘাত মেলেনি। তাহলে কি নিছক প্রেমের সম্পর্কে অবনতি, আর তার জেরেই আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। তনুশ্রীর মামা কৃষ্ণা পণ্ডিতের সঙ্গে জমি বিবাদের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, আমডাঙার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর চৌত্রিশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমনির একটি হোটেল থেকে। আর তা ঘিরেই রহস্য। ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে। পরে পরিবারের পক্ষ থেকে যুবকের মা তারুনা বিবি মন্দারমনি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্দারমনি পুলিশ। শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল । পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত হয় রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলে নি। তাতেই পুলিশ এটিকে প্রবল মানসিক চাপে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে।