Bengal Police: ভোটের মুখে রাজ্য পুলিশের ২৮৫ জনের বদলি, নতুন আইসি নন্দীগ্রাম-কাঁথিতে

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jan 26, 2024 | 9:50 PM

Bengal Police: কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধনধান্য অডিটোরিয়াম থেকে কলকাতা পুলিশের প্রশংসা করে বলেছেন, 'কলকাতা নিরাপদতম শহর।' সঙ্গে এও বলেছিলেন, তিনি আশাবাদী যে রাজীব কুমারের নেতৃত্বে বাংলাও খুব ভাল কাজ করবে।

Bengal Police: ভোটের মুখে রাজ্য পুলিশের ২৮৫ জনের বদলি, নতুন আইসি নন্দীগ্রাম-কাঁথিতে
রেড রোডের অনুষ্ঠানে মমতার সঙ্গে ডিজি রাজীব কুমার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা ও নন্দীগ্রাম: লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গিয়েছে অনেকদিনই। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই ভোটের মুখে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। বিভিন্ন পুলিশ জেলা মিলিয়ে রাজ্য পুলিশের ২৮৫ জনের বদলি হয়েছে। কলকাতা পুলিশেও একাধিক থানায় ওসি বদল করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধনধান্য অডিটোরিয়াম থেকে কলকাতা পুলিশের প্রশংসা করে বলেছেন, ‘কলকাতা নিরাপদতম শহর।’ সঙ্গে এও বলেছিলেন, তিনি আশাবাদী যে রাজীব কুমারের নেতৃত্বে বাংলাও খুব ভাল কাজ করবে।

লোকসভা ভোটের মুখে রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। বিভিন্ন থানার আইসি ও সিআই বদল করা হয়েছে। ২৬ জানুয়ারি রাজ্য পুলিশের তরফে এগারো পাতার বদলির তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৮৫ জন পুলিশকর্মীকে বদলি করা হচ্ছে অন্যত্র। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, পুরোটাই রুটিন বদলি।

বদলির তালিকায় রয়েছে নন্দীগ্রাম থানাও। সেখানে আইসি বদল করা হয়েছে। নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুপম মণ্ডলকে। তিনি এতদিন ভাটপাড়া থানার আইসি হিসেবে দায়িত্ব সামলে এসেছেন। কিছুদিন আগেই নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস পদোন্নতি পেয়ে ডিএসপি হয়েছেন। এবার সেখানে দায়িত্ব সামলাবেন অনুপম মণ্ডল।

এর পাশাপাশি কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে পাঠানো হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। অন্যদিকে জগদ্দলের আইসি প্রদীপ কুমার দানকে আনা হচ্ছে কাঁথি থানার দায়িত্বে। এছাড়া বাঁকুড়ার বারিকুল থেকে এগরার আইসি হয়ে আসছেন অরুণ কুমার খান। এগরা থানার বর্তমান আইসি স্বপন গোস্বামীকে জেলা ডিআইবিতে পাঠানো হল। এছাড়াও আরও একগুচ্ছ বদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।

Next Article