Medinipur: ‘সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমি শূন্য কোলে ফিরছি…’, স্যালাইন-কাণ্ডের পর সুস্থ হয়ে ফিরলেন রেখা

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 24, 2025 | 12:03 PM

Medinipur: রেখা পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা এলাকার বাসিন্দা। দীর্ঘ পনেরো দিন পর শুক্রবার ছুটি পেলেন হাসপাতাল থেকে। এ দিন বেরিয়েই রেখা সাউ ও তাঁর স্বামী সন্তোষ সাউয়ের দাবি, যাঁদের জন্য এই অবস্থা হল তাঁদের যেন শাস্তি হয়। তিনি বলেন, "আজ আমায় সন্তানকে ছাড়াই ফিরতে হচ্ছে বাড়িতে। সবাই সন্তান নিয়ে যাচ্ছে। আর আমি বাচ্চাটাকে পেলাম না। যাঁরা আমার এই ক্ষতি করল তাঁদের বিচার চাই।"

Medinipur: সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমি শূন্য কোলে ফিরছি..., স্যালাইন-কাণ্ডের পর সুস্থ হয়ে ফিরলেন রেখা
রেখা সাউ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেদিনীপুর: সম্প্রতি নিজের সদ্যোজাতকে হারিয়েছেন। সেই কষ্টের কোনও ক্ষতিপূরণ হয় না। সুস্থ হয়ে ওঠার পর এমনই বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে অসুস্থ থাকা রেখা সাউ। পনেরো দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রেখা বললেন, “বিচার চাই। যাঁরা আমাকে আর আমার বাচ্চাকে নিয়ে বাড়ি যেতে দিল না তাঁদের প্রত্যেকের বিচার চাই।”

উল্লেখ্য, গত আট তারিখ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন রেখা সাউ, মামনি রুইদাস, মাম্পি সিং, নাসরিন খাতুন, মিনারা বিবি সহ অনেকেই। অভিযোগ, মাতৃমা বিভাগে সিজারের সময়ে যে স্যালাইন দেওয়া হয়েছিল, তাতেই সমস্যা তৈরি হয় প্রসূতিদের। মৃত্যু হয় মমানি রুইদাসের। তবে তাঁর সন্তান সুস্থ। অপরদিকে, মেদিনীপুর মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন রেখা সাউ। কিন্তু তাঁর সন্তান মারা যায়।

রেখা পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা এলাকার বাসিন্দা। দীর্ঘ পনেরো দিন পর শুক্রবার ছুটি পেলেন হাসপাতাল থেকে। এ দিন বেরিয়েই রেখা সাউ ও তাঁর স্বামী সন্তোষ সাউয়ের দাবি, যাঁদের জন্য এই অবস্থা হল তাঁদের যেন শাস্তি হয়। তিনি বলেন, “আজ আমায় সন্তানকে ছাড়াই ফিরতে হচ্ছে বাড়িতে। সবাই সন্তান নিয়ে যাচ্ছে। আর আমি বাচ্চাটাকে পেলাম না। যাঁরা আমার এই ক্ষতি করল তাঁদের বিচার চাই।”

 

Next Article