Abhishek Banerjee: ‘দ্রুত সেরে উঠুন’, অভিষেকের চোখের ছবি নিয়ে আরোগ্য কামনায় যজ্ঞ বিধায়ক-কাউন্সিলরদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 16, 2022 | 2:05 PM

Abhishek Banerjee: প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদের একটি কর্মিসভা থেকে কলকাতায় ফিরছিলেন অভিষেক। সূত্রের খবর, সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসে একটি দুধের গাড়িতে ধাক্কা মেরে উলটে গিয়েছিল অভিষেকের গাড়ি। তখনই আঘাত লাগে চোখে।

Abhishek Banerjee: ‘দ্রুত সেরে উঠুন’, অভিষেকের চোখের ছবি নিয়ে আরোগ্য কামনায় যজ্ঞ বিধায়ক-কাউন্সিলরদের

Follow Us

বর্ধমান: চোখের চিকিৎসা করাতে আমেরিকায় (USA) গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool All India General Secretary Abhishek Banerjee)। একদিন আগেই ফেসবুকে (Facebook) পোস্ট করে এ কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দ্রুত আরোগ্য কামানাও করেন। সেই সঙ্গে অভিষেকের চোখের বর্তমান অবস্থার কথা জানাতে একটি ছবিও পোস্ট করেন তিনি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ছবি হাতে নিয়ে যজ্ঞ করলেন বর্ধমান দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। চোখের ছবির পাশে লেখা গেট ওয়েল সুন দাদা।

রবিবার বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। সেখানে সকলে মিলে অভিষেকের দ্রুত আরোগ্যও কামনা করেন। বিধায়ক খোকন দাস জানান, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সদ্য বিদেশ থেকে তার চোখের অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। তাঁর চোখের ছবি নিয়েই আমরা আজকে এই পুজোর আয়োজন করেছি। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ওনার চোখ দ্রুত সেরে উঠুক।”

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদের একটি কর্মিসভা থেকে কলকাতায় ফিরছিলেন অভিষেক। সূত্রের খবর, সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসে একটি দুধের গাড়িতে ধাক্কা মেরে উলটে গিয়েছিল অভিষেকের গাড়ি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনাতে গুরুতর আঘাত লাগে অভিষেকের চোখে। তাঁর বাঁ চোখের হাড়ও ভেঙে যায়। তারপর থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও গিয়েছিলেন অভিষেক। অস্ত্রোপচারও হয়। যদিও সমস্যার পুরোপুরি নিরাময় না হওয়াতেই ফের তিনি আমেরিকায় চিকিৎসার উদ্দেশ্যে যান। বুধবার তাঁর একটি অস্ত্রোপচার হয় বলে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন বলে জানা যাচ্ছে। 

অভিষেকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে একদিন আগে কুণাল ঘোষ লেখেন, “একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিল অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়, মাথা যন্ত্রণা শুরু হয়, কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।”   

Next Article