পূর্ব মেদিনীপুর: বিবাহিত প্রাক্তন প্রেমিকাকে নিয়ে পালালেন নন্দকুমারের যুবক।যুবকের বাড়িতে হামলা চালালেন মেয়ের বাড়ির লোকজন। বিবস্ত্র করে মারধর করা হল ছেলের মাকে। থানায় দায়ের অভিযোগ দায়ের। ঘটনাকে ঘিরে উত্তেজনা নন্দকুমার শাওড়াবেড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাই ২ এর শ্যামসুন্দরপুর উত্তরপাড়ার বাসিন্দা শুভঙ্কর ভুঁইঞা। তাঁর সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ধাননগরের ফিরোজা খাতুনের বছর চারেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের বাড়িতে এই সম্পর্কে মত ছিল না। ৬ মাস আগে জোর করে ফিরোজা খাতুনের বিয়ে দিয়ে দেওয়া হয় অন্যত্র।
বিয়ে অন্যত্র হয়ে যাওয়ার পরেও শুভঙ্করের সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছিলেন ফিরোজা। মাস খানেক আগে শুভঙ্কর ফিরোজাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে পালিয়ে যান। তখন ফিরিয়ে আনা হয়েছিল। উভয় বাড়ির লোকজন বসে বিষয়টি মিটমাট করে নিলেও দিন চারেক আগে ফের ছেলে মেয়ে বাড়ি থেকে চলে যায়,বর্তমানে তাঁদের কোনও খোঁজ নেই।
আর তা নিয়েই দুই পরিবারের মধ্যে অশান্তি ওঠে তুঙ্গে। অভিযোগ, শুক্রবার সকালে ফিরোজা খাতুনের বাড়ির লোকজন শুভঙ্করের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর, বিবস্ত্র করে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় শুভঙ্করের মাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ। নিগৃহীতাকে উদ্ধার করে নন্দকুমার তেঁতুলবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১০ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।