নন্দীগ্রাম: ভোটের ঠিক আগের দিনই উত্তপ্ত নন্দীগ্রাম। তার মধ্যেই গ্রেফতার বিজেপি নেতা। তমলুকে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। শনিবার নির্বাচন। সেই নির্বাচনের কিছু ঘণ্টা আগেই নন্দীগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়াকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। প্রসঙ্গত, কিছু আগেই আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার আগেই হাইকোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। তার প্রতিবাদে শিক্ষকরা আন্দোলনে বসেছিলেন। অভিঝিৎ গঙ্গোপাধ্যায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। ধরনা মঞ্চের পাশ দিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তমলুকে তৃণমূলের শিক্ষকদের ধরনা মঞ্চ থেকে আক্রমণ করার অভিযোগ ওঠে। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেন। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বিজেপি মিছিলের তরফ থেকে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। সেই ঘটনাতেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
এদিকে, বিজেপি কর্মীকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রাম। বুধবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এক বিজেপি মহিলা কর্মীকে খুনের অভিযোগ ওঠে। আক্রান্ত হন তাঁর ছেলেও।
দফায় দফায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে নন্দীগ্রামে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন। খুনের অভিযোগের নেপথ্যে উঠে এসেছে এলাকার কয়েক জন তৃণমূল নেতার নামও।
দুপুরের পর থেকে রাত পর্যন্ত এলাকায় চলে টহলদারি। রাতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। চায়ের দোকানে বসে থাকা কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ ওঠে। শুক্রবার সকাল থেকে আবার তেঁতে ওঠে পরিস্থিতি। এলাকায় চলছে পুলিশি অভিযান। চলছে ব্যাপক ধরপাকড়।