Nandigram: শুভেন্দু জেলায় বড় কাণ্ড! দিনেবেলায় চুরি যাচ্ছে মহামূল্যবান ‘সম্পত্তি’

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2024 | 3:28 PM

Nandigram: জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই রেয়াপাড়া-ঘোল পুকুর রাজ্য সড়কের পাশে সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে। অনেকেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলা।

Nandigram: শুভেন্দু জেলায় বড় কাণ্ড! দিনেবেলায় চুরি যাচ্ছে মহামূল্যবান সম্পত্তি
কী হচ্ছে নন্দীগ্রামে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: নন্দীগ্রাম! বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। আন্দোলনের ‘পীঠস্থান’ সেই নন্দীগ্রামে জানেন কী হচ্ছে? রাতেরবেলা নয়, একদম সকালবেলা চুরি যাচ্ছে বহুমূল্য ‘সম্পত্তি’। শেষে পুলিশের হাতে আটক।

কী চুরি যাচ্ছে?

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই রেয়াপাড়া-ঘোল পুকুর রাজ্য সড়কের পাশে সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে। অনেকেই গাছ কাটতে দেখা যাচ্ছে দিনের বেলা। গত ১৭ ডিসেম্বর দুপুর নাগাদ সরকারি গাছ কেটে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে নন্দীগ্রাম থানার পুলিশ। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ‘এই গাছ চুরির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সম্প্রতি ২০২১ এর পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি তাই বিজেপির লোকেরাই গাছ চুরি করছে এমন অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। উল্টে তৃণমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছে বিজেপি।

সুনীল বরন জানা নন্দী ব্লক ২ তৃণমূল সভাপতি বলেন,”আমি খোঁজ নিয়েছি। সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের মদতে এই কাজ চলছে। একের পর এক গাছ কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে।” নন্দীগ্রাম ৫ নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার পাল বলেন, “তৃণমূলের অভিযোগের আঙুল তোলার জায়গা নেই। কয়েকদিন আগে তৃণমূলই গাছ কেটে বিক্রি করেছে।”

 

Next Article