Nandigram: অভিষেকের সভার আগে তপ্ত নন্দীগ্রাম, হল বোমাবাজি-ভাঙচুর

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 21, 2024 | 5:17 PM

Nandigram: তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে।  তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় । এরপর ভোটের আবহে এলাকায় সন্ত্রাস ছড়াতে ও ভয়ের বাতাবরণ তৈরি করতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। 

Nandigram: অভিষেকের সভার আগে তপ্ত নন্দীগ্রাম, হল বোমাবাজি-ভাঙচুর
তপ্ত নন্দীগ্রাম
Image Credit source: TV9 Bangla

Follow Us

নন্দীগ্রাম:   তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ ওঠে। চলে বেপরোয়া বোমাবাজি। গাড়ি-বাইকে ভাঙচুর চলে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘণ্টা আগেই নন্দীগ্রামে বোমাবাজি মারধর গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ায়।

তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে।  তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় । এরপর ভোটের আবহে এলাকায় সন্ত্রাস ছড়াতে ও ভয়ের বাতাবরণ তৈরি করতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ।  বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।

অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন তাদের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে। বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পরিবারের সদস্যরাও।এলাকায় বোমাবাজিও করা হয় অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল  ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফেটে যাওয়া বোমের সুতো। ভাঙচুর করা হয়েছে একাধিক মোটরসাইকেলও।

বিজেপি নেতার বক্তব্য, “আমাদের কর্মীরা পতাকা ফেস্টুন লাগাচ্ছিল। তখন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে। গোপাল দাস ও তাঁর ভাইয়ের বাড়িতেও হামলা হয়। ভাঙচুর করা হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনও হামলা করিনি।”

নন্দীগ্রাম ১পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও ব্লক তৃণমূল সহ সভাপতি শেখ আলরাজির বক্তব্য, “চোর মায়ের বড় গলা। যে পালিয়ে গিয়েছে, সে চোরের কথা বলছে। ওর দলের লোকেদের কথা কেউ কানে নেয় না। মিথ্যা তো প্রতারণা করে চলছে। ভাঁওতাবাজি করে চলছে। “

Next Article
Mithun Chakraborty: অগ্নিমিত্রাকে পাশে নিয়ে বিশাল রোড শো করছিলেন মিঠুন, হঠাৎ উড়ে এল ইট-জলের বোতল
Nawsad Siddique: নন্দীগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ আইএসএফের, নওশাদের অনুরোধেই উঠল অবরোধ