মৃত সামুদ্রিক ব্যাঙে ভরে গেল নিউ দিঘা উপকূল, আতঙ্কিত স্থানীয়রা

স্থানীয়রা সারি সারি এই সামুদ্রিক ব্যাঙ (Puffer Fish) দেখে কার্যত আতঙ্কিত। এমনিতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে তারা। কিন্তু এদিন বিপুল পরিমাণে এই সামদ্রিক ব্যাঙের লাশে ভরে গেল নিউ দিঘা উপকূল!

মৃত সামুদ্রিক ব্যাঙে ভরে গেল নিউ দিঘা উপকূল, আতঙ্কিত স্থানীয়রা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 10:22 PM

পূর্ব মেদিনীপুর: সদ্য ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘা (Digha)। এবার দূষণ ছড়ানোর আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। সোমবার বেলার দিকে নিউ দিঘার সমুদ্র পাড়ে পড়ে থাকতে দেখা গেল হাজার হাজার সামুদ্রিক ব্যাঙের দেহ। স্থানীয়রা সারি সারি এই সামুদ্রিক ব্যাঙ (Puffer Fish) দেখে কার্যত আতঙ্কিত। এমনিতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে তারা। কিন্তু এদিন বিপুল পরিমাণে এই সামুদ্রিক ব্যাঙের লাশে ভরে গেল নিউ দিঘা উপকূল! কেন এমন হল?

Puffer Fish

নিউ দিঘায় মৃত জলজীবীর স্তুপ

পাফার ফিশের এই দৃশ্য দেখে প্রথমে দিঘা বেড়াতে আসা পর্যটকেরা অবাক হয়ে যান। আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, করোনা বা ঝড়ের ফলেই এই দৃশ্য দেখা যাচ্ছে। সারি সারি মৃত সামুদ্রিক ব্যাঙে সমুদ্র তটে ভরে গিয়েছে। এত সামুদ্রিক প্রাণীর লাশ দেখে বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণও এর অন্যতম কারণ হতে পারে।

এ নিয়ে দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীনিবাসন বালা কৃষ্ণণ অবশ্য জানাচ্ছেন, আতঙ্ক বা ভয়ের কিছু নেই। বেশিরভাগ সামুদ্রিক ব্যাঙ বিষাক্ত প্রজাতিভুক্ত মাছ হয়। টেট্রো ডোন্টিফেরাই প্রাথমিক সামুদ্রিক এবং ইস্টুরাইন মাছের পরিবার এটি। এই মাছ প্রথম বাংলাদেশের দুবলার চরের আলোর কোলে আবিষ্কৃত হয়েছিল।

Puffer Fish

জাপানিদের প্রিয় মাছ এটি

এই পাফার ফিশ এখানে কেউ খান না। কিন্তু জাপানিরা এই মাছ খায় এবং তাদের খুব প্রিয় বলেই জানা গিয়েছে।