Panskura: ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনতাই করার চেষ্টা, যেভাবে বাঁচলেন ব্যবসায়ী…
Panskura: বর্ধমান জেলার দেবিপুর থানার মেমারি গ্রামের ব্যবসায়ী মেচেদায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা তুলে ব্যক্তিগত গাড়িতে পাঁশকুড়া যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় গাড়ির পিছু নেয় আরও দুটো গাড়ি।

পূর্ব মেদিনীপুর: কোলাঘাটে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনতাই করার চেষ্টা। দুই সিভিক কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ব্যর্থ চেষ্টা। দুষ্কৃতীরা চম্পট দিলেও উদ্ধার গাড়ি চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জেলার দেবিপুর থানার মেমারি গ্রামের ব্যবসায়ী মেচেদায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা তুলে ব্যক্তিগত গাড়িতে পাঁশকুড়া যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় গাড়ির পিছু নেয় আরও দুটো গাড়ি। ঠিক তালবাদির কাছে গিয়ে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ব্যবসায়ীর গাড়ি ঘিরে ফেলে। টাকার ব্যাগ-সহ ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বিশ্বনাথ মাইতি ও দেবাশিস হড়। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে টাকার ব্যাগ সহ জিঞাদা বাজারের কাছে একটি দোকানের কাছে ফেলে দিয়ে পালায়। কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়র তাঁকে উদ্ধার করে এবং পাঁশকুড়া থানার খবর দেয়। যেহেতু ঘটনাটি কোলাঘাট থানায় হয়েছে, পাঁশকুড়া থানার আইসি কোলাঘাট থানার ওসিকে কেসটি হ্যান্ড ওভার করে।
ওই ব্যাবসায়ী জানান, ব্যবসার সূত্রে নগদ তিন লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করে। কোলাঘাট থানার পুলিশ ও স্থানীয় বুরারি বাজারে দুষ্কৃতীদের গাড়ির চালককে আটক করে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

