পূর্ব মেদিনীপুর: টিউশন সেরে বাড়ি ফিরছিল। অভিযোগ, খালপাড় থেকে তুলে নিয়ে গিয়ে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সূএের খবর, বুধবার বিকালে ১৬ বছরের এক দশম শ্রেণির ছাএী সাইকেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। নির্যাতিতার বয়ান অনুযায়ী, খালপাড়ের কাছে তার রাস্তা আটকায় কয়েকজন যুবক। ওই নাবালিকাকে সাইকেল থেকে নামিয়ে মুখ বন্ধ করে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। মাছ চাষের ভেড়ির ঝুপড়ির মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিযুক্তরা একে একে তার ওপর নারকীয় অত্যাচার চালায় বলে অভিযোগ।
এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খুঁজতে বেরিয়ে রাস্তায় ধারে অচৈতন্য অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানার অভিযোগ দায়ের করা হয়।
হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে বলেন , ৩ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।