দিঘা: দিঘার সৈকতে কখনও পর্যটকের অভাব হয় না। সদ্য সাইক্লোন আতঙ্কে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম হলেও সে আবার নতুন করে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাতের অন্ধকারে সমুদ্র সৈকতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে পর্যটকদের। একবার নয়, একাধিকবার একই ঘটনা। থানায় অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। এলাকার সব সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখতেই আসল ঘটনাটা সামনে এল। একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
রাতে সৈকতে গেলেই চোখে পড়ছে পুলিশের পোশাক পরা লোক। আর তারাই পর্যটকদের টাকা-পয়সা ছিনতাই করে পালাচ্ছে! কয়েকদিন আগেও এমন অভিযোগ উঠেছিল। সম্প্রতি আবারও অভিযোগ ওঠায়, পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি দেখে চিহ্নিত করা হয় এক যুবককে। তাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত যুবকের নাম পুলক দাস। তার বাড়ি কাঁথি থানা এলাকার পাইলোচ্ছনপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, তাকে পুলিশের পোশাক পরেই ঘুরতে দেখা যাচ্ছিল সৈকতে। সিসিটিভি ফুটেজ দেখেই তাঁকে চিহ্নিত করে পুলিশ। জনপ্রিয় সৈকত শহর দিঘায় পর্যটকদের নিরাপত্তা কতটা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এর আগে যে অভিযোগ উঠেছিল, সে ক্ষেত্রেও এই পুলক দাসই ছিনতাই করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্ত করে দেখা হচ্ছে। এই একজন, নাকি এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে তাঁকে।