Priyanka Tibrewal: ‘বাংলায় তৃণমূলের প্রধানের ছেলের জন্মদিনে ধর্ষণ করার পার্টি চলে’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2022 | 4:53 PM

Purba Medinipur: শনিবার সকালে ঘরছাড়াদের বাড়ি ফেরানোর জন্য মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ এক প্রতিনিধি দল প্রথমে জাতীয় সড়ক ধরে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানায় হাজির হন।

Priyanka Tibrewal: বাংলায় তৃণমূলের প্রধানের ছেলের জন্মদিনে ধর্ষণ করার পার্টি চলে
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসা মামলায় আরও একবার পূর্ব মেদিনীপুরে এল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁরা শনিবার জেলায় এসে একাধিক গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

শনিবার সকালে ঘরছাড়াদের বাড়ি ফেরানোর জন্য মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ এক প্রতিনিধি দল প্রথমে জাতীয় সড়ক ধরে ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানায় হাজির হন। সেখান থেকে পরে তাঁরা পটাশপুর এবং ভগবানপুর যেতে পারেন বলেও জানা যাচ্ছে। এদিন পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই সব অত্যাচারিত এলাকায় বাড়ি-ঘর পরিদর্শন করেন। পাশাপাশি এলাকার মানুষজনদের সঙ্গেও তাঁরা কথা বলেন। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, তাপস দলাই সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সমগ্র পরিদর্শন করা এলাকা ঘুরে দেখার ভিডিয়ো রেকডিংও করা হয়।

ভূপতি নগর থানা থেকে বেরিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘এই থানার ওসি তৃণমূলের হয়ে কাজ করছে। একাধিক সময় ওনাকে দেখা যায় তৃণমূলের অনুষ্ঠানে। উনি থানায় কম, শাসক দলের পার্টি অফিসে বেশি থাকেন।’

এরপর প্রিয়াঙ্কা অভিযোগ জানিয়ে বলেন, ‘ওসি পীড়িত বিজেপি কর্মীদের থেকে বাড়ি ফেরানোর জন্য ১ লক্ষ টাকা চাইছে।’ একই সঙ্গে তিনি যোগ করে বলেন, ‘বাংলায় তৃণমূল প্রধানের ছেলের জন্মদিনে ধর্ষণ করার পার্টি চলে। এর থেকে বিশেষ কী বলার আছে আর! আমি ওসি কে সাবধান করেছি সঠিক ভাবে থানা চালান, না হলে আমি কোর্টে বুঝে নেব। আমি কী করতে পারি তা বুঝিয়ে দেব। কোর্টের নির্দেশে টিম এসেছে। ওনারা সব নিজেরা দেখছেন, শুনছেন। সমস্ত বিষয় রেকডিং করে তার ভিত্তিতে কোর্টে রিপোর্ট জমা দেবেন।’

অন্যদিকে, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ নাথ মাইতি বলেন, ‘এখানকার ওসি তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন। তাই গত ছয় মাস আমি থানায় আসিনি। প্রিয়াঙ্কাদি এই ঘর ছাড়াদের বাড়ি ফেরানোর জন্য চেষ্টা করছেন। তাই কোর্টের নির্দেশে যে টিম এসেছে তাদেরকে আমার আমাদের সমস্যার কথা জানাতে পেরে খুশি। ওনারা সব কিছু দেখে সেই রিপোর্ট কোর্টে জমা দেওয়ার পর মহামান্য আদালত সিদ্ধান্ত নেবেন।’

Next Article