Purbo Medinipur: মোবাইলে সিমটা ভরতেই এল মেসেজটা! প্রেম দিবসে মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের এই ছেলেই আজ ভাইরাল… কেন? উল্কাগতিতে ছড়াল খবর
Purbo Medinipur: পশ্চিম মেদিনীপুরের পলাশীর এক যুবক দীর্ঘদিন এলাকায় সিম বিক্রির কাজ করতেন। কৌড়দা এলাকায় বাড়ির এক গৃহবধূ সিম কিনতে যায় ওই বিক্রেতা যুবকের কাছে।

পূর্ব মেদিনীপুর: সিম বিক্রি করতেন। তাঁর কাছেই সিম কিনতে এসেছিলেন পাড়ার বৌদি। সিম বিক্রি করেন, স্বাভাবিকভাবেই তাঁর কাছে রয়ে যায় নম্বর। আর তার থেকই বৌদিকে রোজ মেসেজ। কিন্তু সেই মেসেজে থাকত কুপ্রস্তাব। বাধ্য হয়ে একদিন স্বামীকে বলেন স্ত্রী। আসে মেসেজের প্রত্যুত্তর। আর তারপরই…. প্রেমদিবসে অভিযুক্তকে ধরে জুতোপেটা গ্রামবাসীদের। করানো হল বৌদির সামনে কান ধরে ওঠবসও। প্রকাশ্যে গণধোলাই। বেধাড়ক মার। সবার সামনে জুতো পেটা যুবককে। কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন যুবক। এমনি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কৌড়দা বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পলাশীর এক যুবক দীর্ঘদিন এলাকায় সিম বিক্রির কাজ করতেন। কৌড়দা এলাকায় বাড়ির এক গৃহবধূ সিম কিনতে যায় ওই বিক্রেতা যুবকের কাছে। অভিযোগ, সেখান থেকেই যুবক ওই গৃহবধুর মোবাইল নম্বর নিয়ে ফোনে দিনের পর দিন কুপ্রস্তাব দিতে থাকেন। না বলার পরেও বার বার বিরক্ত করতেন গৃহবধূকে । গৃহবধূ ওই ঘটনার বিষয়ে তাঁর স্বামীকে জানান।
স্বামী জানার পরেই ওই অভিযুক্তকে শুক্রবার সকালে কৌড়দা বাজারে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি প্রথমে অস্বীকার করেন, আর তারপরই ওই নম্বরে আসে মেসেজ। হাতেনাতে ধরতে স্ত্রীর মোবাইল থেকেই মেসেজ করেন স্বামী। চাপের মুখে অভিযুক্ত সমস্ত স্বীকার করেও নেন। তারপরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী ওই যুবককে ধরে বেধাড়ক মারধর করেন। স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে যুবককে উদ্ধার করে। পরে অভিযুক্ত জনসমক্ষে কান ধরে হাত জড়ো করে সমস্ত ভুল স্বীকার করেন।

