পূর্ব মেদিনীপুর: প্রাক্তন সেনা কর্মী সহ তার দুই মেয়েকে মারধরের অভিযোগ। বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন সেনা কর্মীর স্ত্রী। খেজুরি থানা শুধুমাত্র জেনারেল ডাইরি নাম্বার দিয়েই দায় সেরেছেন এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে নারী সুরক্ষার দাবিতে পথে নেমেছে গোটা নাগরিক সমাজ। ঠিক সেই সময় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পনিখা গ্রামে।
প্রতিবেশীদের বিরুদ্ধে,প্রাক্তন সেনাকর্মী সহ তার দুই মেয়েকে মারধরের অভিযোগ খেজুরি থানায় দায়ের করলেন প্রাক্তন সেনা কর্মী স্ত্রী। খেজুরি দু’নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম পনিখা গ্রামের বাসিন্দা সুরজ কুমার বেরা। সুরজ কুমার বেরা একজন প্রাক্তন সেনা কর্মী।
সুরজের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর তারই প্রতিবেশী মানু পাত্রের সঙ্গে জনকা বাজারে কোন বিশেষ কারণে বচসা হয়েছিল। তখনকার মতো মিটে গিয়েছিল।
সুরজ জনকা বাজার থেকে টোটোতে করে বাড়ি ফিরতেই, তার প্রতিবেশী মানু পাত্র এবং তার দুই ছেলে সঞ্জয় এবং গোপাল তিনজনে মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ।
বাড়িতে তখন তাঁর স্ত্রী ছিলেন না, দুই মেয়ে বাবাকে মারধর করছে দেখে বাবাকে বাঁচাতে ছুটে যান। বাবাকে বাঁচাতে গেলে সুরজ দুই মেয়েকেও মারধর করে বলে অভিযোগ। এমনকি তাদের অসম্মান করা হয় বলে অভিযোগ। পরবর্তীকালে সুরজের স্ত্রী বাড়ি ফিরলে পুরো ঘটনা বিবরণ শোনার পর ওই দিনই অর্থাৎ ১সেপ্টেম্বর। জনকা হাসপাতালে দুই মেয়েকে চিকিৎসা করান এবং খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সুরজ-সহ তাঁর পরিবারের অভিযোগ জানানোর পরে চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত খেজুরি থানা থেকে কোন পদক্ষেপই করা হয়নি। ঘটনার বিবরণ দিতে গিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুরজের স্ত্রী।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)