পূর্ব মেদিনীপুর: ভর সন্ধ্যায় তৃণমূল (TMC) কার্যালয়েই গুলিবিদ্ধ দলীয় কর্মী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের (Purbo Medinipur) ভগবানপুর ২ নম্বর ব্লকের এক্তারপুরে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম দ্বারকেশ দাশ। আশঙ্কাজনক অবস্থায় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার রাতে ভগবানপুর ২ নম্বর ব্লকের এক্তারপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেছিলেন দ্বারকেশ দাস নামে ওই তৃণমূল কর্মী। আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূলের পার্টি অফিসের সামনেই হয় বেপরোয়া বোমাবাজি। এরপর চলে এলোপাথাড়ি গুলি। কার্যালয়ে সেসময় দ্বারকেশ ছাড়াও বেশ কয়েকজন বসে ছিলেন। বাকিরা অল্পের জন্য রক্ষা পেলেও গুলি লাগে দ্বারকেশের কোমরে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, নির্বাচনের আগে ঠিক এই তৃণমূল কার্যালয়েই ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: নারদ মামলায় জোড়া শুনানিতে নজর কলকাতা হাইকোর্টে, লাইভে এসে শান্তি বজায়ের আবেদন ফিরহাদ-কন্যার
তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির দিকে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনায় তারা কোনও ভাবেই জড়িত নয়। এটা তৃণমূলের নিজস্ব ঝামেলা বলেই পাল্টা দাবি করেছেন তিনি। তবে এইভাবে গ্রামে বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের শণাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।