পূর্ব মেদিনীপুর: শীতের সকালে কুয়াশায় ঢাকা ছিল রাস্তা। দৃশ্যমানতা স্বাভাবিকভাবেই কম ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারই মধ্যে কাল হয়েছিল দুই গাড়ির গতিবেগ। অনেকটা মুখোমুখি চলে আসার পরই বিপদ আঁচ করতে পেরেছিলেন চালকরা। কিন্তু ততক্ষণে আর উপায় ছিল না। শীতের সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purbo Medinipur) চণ্ডীপুরের ১১৬ বি জাতীয় সড়কে। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বহু। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বেসরকারি বাস দিঘা থেকে কলকাতার উদ্দেশে আসছিল। চণ্ডীপুরের ১১৬বি জাতীয় সড়কে গড়গ্রাম রসিকাচক এলাকায় ওই বাসটির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে প্রত্যক্ষদর্শীরা এও জানাচ্ছেন, বাসটি মূলত একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। তখনই রসিকাচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
সেসময় উল্টোদিক থেকে আসছিল একটি লরি। লরিটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসে। দুমড়ে মুছড়ে যায় বাস ও লরির সামনের অংশ। আশঙ্কাজনক দুটি গাড়ির চালক-সহ বাসের কয়েকজন যাত্রী। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। চন্ডীপুর থানার পুলিশ আশঙ্কা জনক চালকদের তমলুক জেলা হাসপাতালে পাঠায়। বাকিরা চণ্ডীপুর এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
আরও পড়ুন: হাড় কাঁপানো ঠান্ডা থাকবে আর কতদিন? কী বলছে আবহাওয়া দফতর?
দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল দিঘা গামী জাতীয় সড়ক। পুলিশ এই মুহূর্তে যান নিয়ন্ত্রণের চেষ্টা করছে।