Purbo Medinipur: সরকারের দেওয়া ‘বিশুদ্ধ’ জল খেয়ে অসুস্থ একাধিক

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 02, 2024 | 3:03 PM

Purbo Medinipur: গ্রামবাসীরা জানাচ্ছেন, গত তিনদিন ধরে পানীয় জল খাওয়ার পর একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে  পড়েন। এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালের ভর্তি হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলে হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা।

Purbo Medinipur: সরকারের দেওয়া বিশুদ্ধ জল খেয়ে অসুস্থ একাধিক
হাসপাতালে অসুস্থ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: কাঁথিতে পানীয় জল পান করে অসুস্থ বহু। একাধিকজন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাঁথি এক নম্বর ব্লকের মহিষাগোঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রামে সরকারি পরিষেবায় পানীয় জল দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, সেই জল পান করার পর থেকেই গ্রামের একাধিক জন অসুস্থ হয়ে পড়েন। গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেই কেউ না কেউ অসুস্থ বলে জানা যাচ্ছে।

গ্রামবাসীরা জানাচ্ছেন, গত তিনদিন ধরে পানীয় জল খাওয়ার পর একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে  পড়েন। এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালের ভর্তি হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না হওয়ার ফলে হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের আরও অভিযোগ গ্রামের বহু মানুষ আর্থিক সমস্যার কারণে জল কিনে খাওয়ার মতন পরিস্থিতিতে নেই।  এই মুহূর্তে এখনও পর্যন্ত সরকারিভাবে বিশুদ্ধ জল পরিষেবা পৌঁছয়নি বলে দাবি করছেন গ্রামবাসীরা। স্থানীয় স্বাস্থ্য দফতরের আশাকর্মীরা, ব্লকের স্বাস্থ্যকর্তারা গিয়ে এলাকা পরিদর্শন করে এসেছেন।

এলাকায় এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের কোনও স্থায়ী প্রতিনিধি দল গিয়ে চিকিৎসা শুরু করেননি বলে অভিযোগ এলাকাবাসীর। নন্দীগ্রাম জেলা স্বাস্থ্যে আধিকারিক চিকিৎসক অমিত কুমার দেওয়ান বলেন, “কাঁথির ১ ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে অনেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। ৬০ জনকে বাড়িতেই  চিকিৎসা করানো হয়েছে। ২২ জন হাসপাতালে ভর্তি। প্রত্যেকেই সুস্থ রয়েছে।”

Next Article