Digha: উথাল সমুদ্র, পাথাল পর্যটক- দেখুন ‘ভয়ঙ্কর-সুন্দর’ রোববারের দিঘাকে

Aug 14, 2022 | 2:32 PM

Digha tourism: টানা তিনদিনের ছুটিতে দিঘায় উপচে পড়া ভীড়, হোটেল পেতে হিমসিম পর্যটকরা

1 / 8
শনি, রবি, আর সোমবার স্বাধীনতা দিবস সেই উপলক্ষ্যে ছুটি। ফলত তিনদিনের ছুটি যে ভ্রমণ পিপাসু বাঙালি একেবারেই নষ্ট করবে না তা বলার অপেক্ষা রাখে না। আর কাছে-পিঠে ঘুরে আসা মানেই বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় জায়গা দিঘা। ফলত, তিনদিনের ছুটিতে উপচে পড়া ভিড় হয়েছে সৈকত শহরে। শহর পেতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে পর্যটকদের। তারপর আবার বৃষ্টি! আনন্দ খানিকটা হলেও মাটি বৃষ্টির জেরে।

শনি, রবি, আর সোমবার স্বাধীনতা দিবস সেই উপলক্ষ্যে ছুটি। ফলত তিনদিনের ছুটি যে ভ্রমণ পিপাসু বাঙালি একেবারেই নষ্ট করবে না তা বলার অপেক্ষা রাখে না। আর কাছে-পিঠে ঘুরে আসা মানেই বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় জায়গা দিঘা। ফলত, তিনদিনের ছুটিতে উপচে পড়া ভিড় হয়েছে সৈকত শহরে। শহর পেতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে পর্যটকদের। তারপর আবার বৃষ্টি! আনন্দ খানিকটা হলেও মাটি বৃষ্টির জেরে।

2 / 8
গত দু'বছর করোনার বাধা। তারপর  প্রাকৃতিক দূর্যোগের কারণে পর্যটকরা দিঘার আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হয়েছে। এখন পরিস্থতি কিছুটা হলেও স্বাভাবিক। সেই কারণে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই শনিবার থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায়।টানা তিনদিনের ছুটি থাকায় আগে থেকেই হোটেল বুকিং সেরে রেখেছিলেন অনেকেই। ১৩ থেকে অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তিনদিনের প্রায় সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্যাকেজে অগ্রিম বুকিং হয়েছে বলেই জানা যাচ্ছে।

গত দু'বছর করোনার বাধা। তারপর প্রাকৃতিক দূর্যোগের কারণে পর্যটকরা দিঘার আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হয়েছে। এখন পরিস্থতি কিছুটা হলেও স্বাভাবিক। সেই কারণে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই শনিবার থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায়।টানা তিনদিনের ছুটি থাকায় আগে থেকেই হোটেল বুকিং সেরে রেখেছিলেন অনেকেই। ১৩ থেকে অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তিনদিনের প্রায় সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্যাকেজে অগ্রিম বুকিং হয়েছে বলেই জানা যাচ্ছে।

3 / 8
জানা গিয়েছে, যে সমস্ত পর্যটকরা হোটেল বুকি না করে দিঘায় এসেছেন তাদের হোটেল পেতে ভীষন সমস্যায় পড়তে হচ্ছে। কলকাতার ডানলপ থেকে আগত পর্যটক এক পর্যটক জানান, ট্রেনে বাদুড়ঝোলা অবস্থায় কোনও রকমে দিঘায় এসে পৌঁছেছেন। এরপর দু-ঘণ্টা অপেক্ষার পর কোনও রকমে একটি রুম মিলেছে। তবে তার ভাড়া প্রচুর বেশি।

জানা গিয়েছে, যে সমস্ত পর্যটকরা হোটেল বুকি না করে দিঘায় এসেছেন তাদের হোটেল পেতে ভীষন সমস্যায় পড়তে হচ্ছে। কলকাতার ডানলপ থেকে আগত পর্যটক এক পর্যটক জানান, ট্রেনে বাদুড়ঝোলা অবস্থায় কোনও রকমে দিঘায় এসে পৌঁছেছেন। এরপর দু-ঘণ্টা অপেক্ষার পর কোনও রকমে একটি রুম মিলেছে। তবে তার ভাড়া প্রচুর বেশি।

4 / 8
এর মধ্যে আবার নিম্নচাপের জের। দক্ষিণবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সেই সতর্কবার্তায় রয়েছে সৈকত শহরও। রবিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় জলোচ্ছ্বাসও দেখা দিচ্ছে মাঝেমধ্যে

এর মধ্যে আবার নিম্নচাপের জের। দক্ষিণবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সেই সতর্কবার্তায় রয়েছে সৈকত শহরও। রবিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় জলোচ্ছ্বাসও দেখা দিচ্ছে মাঝেমধ্যে

5 / 8
ভারী বৃষ্টির সতর্কতা থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁরা যাতে সমুদ্রে না নামেন সেই কারণে চলছে লাগাতার মাইকিং।

ভারী বৃষ্টির সতর্কতা থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁরা যাতে সমুদ্রে না নামেন সেই কারণে চলছে লাগাতার মাইকিং।

6 / 8
ফলে সমুদ্রের পাড়ে বসে উপভোগ করতে হচ্ছে পর্যটকদের।

ফলে সমুদ্রের পাড়ে বসে উপভোগ করতে হচ্ছে পর্যটকদের।

7 / 8
তবে দিঘায় এসে সমুদ্রে নেমে স্নান করতে না পারায় মনটা বেজায় খারাপ আগত পর্যকদের। দূর থেকেই বসে সামুদ্রিক দৃশ্য অনুভব করতে হচ্ছে তাঁদের।

তবে দিঘায় এসে সমুদ্রে নেমে স্নান করতে না পারায় মনটা বেজায় খারাপ আগত পর্যকদের। দূর থেকেই বসে সামুদ্রিক দৃশ্য অনুভব করতে হচ্ছে তাঁদের।

8 / 8
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল জানান, 'প্রতি শনি ও রবিবার পর্যটকের ভিড় বাড়ে। তবে টানা তিনদিনের ছুটি থাকায় দিঘায় পর্যটকদের ভিড় অনেকগুণ বেড়ে গিয়েছে। পর্যটকদের যাতে কোনও রকমের সমস্যা না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। পর্যটকরা যাতে সমুদ্র ঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের নির্দেশ মেনে চলেন তা জানানো হয়েছে।"

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল জানান, 'প্রতি শনি ও রবিবার পর্যটকের ভিড় বাড়ে। তবে টানা তিনদিনের ছুটি থাকায় দিঘায় পর্যটকদের ভিড় অনেকগুণ বেড়ে গিয়েছে। পর্যটকদের যাতে কোনও রকমের সমস্যা না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। পর্যটকরা যাতে সমুদ্র ঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের নির্দেশ মেনে চলেন তা জানানো হয়েছে।"

Next Photo Gallery