পূর্ব মেদিনীপর: বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডি আই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করে। হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআই আর এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল।
প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া তাঁর ভাইপো শুভেন্দু হাঁটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করে। সেই ঘটনায় সিআইডি এই দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে। দু’জনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে পেশ করা হয়। সিআইডি তরফ থেকে জানানো হয়েছে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে জেলা আদালতে।
এই ঘটনায় প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার বন্ধু তপন শাসমল বলেন, “আমাদের তো এ বিষয়ে কিছু বলার নেই। আইন যেভাবে চলছে, সেভাবে চলবে। আইনের ওপর কেউ নয়। ”
তিনি জানান, ২০১৪ সালে দুজন নিয়োগ হয়েছেন। ডিআই ২০১৮ সালে ‘অ্যাপ্রুভাল’ দিয়েছিলেন। সেই মতো দুই শিক্ষক কাজও শুরু করে দেন। পরবর্তী ডিআই আগেই ‘অ্যাপ্রুভাল’ নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান শিক্ষকের বন্ধুর বক্তব্য, এই মামলা এসএসসি মামলার সঙ্গে যুক্ত হয়ে যায়। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি প্রধান শিক্ষকের ভাইপো নন। কিন্তু হাঁটুয়া পদবী বলে অনেকেই মনে করছেন ভাইপো।