AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: গতির দম দেখাচ্ছিলেন বাস চালক, গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিশু-সহ বাসযাত্রীরা

Pashkura: বাসে থাকা আটজন যাএী গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার আইসি ও বিডিওর উপস্থিতিতে আহত বাসযাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু'টি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Accident: গতির দম দেখাচ্ছিলেন বাস চালক, গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিশু-সহ বাসযাত্রীরা
বাস থেকে উদ্ধার করে আনা হচ্ছে শিশুকেও।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 2:56 PM
Share

পূর্ব মেদিনীপুর: ভয়াবহ বাস দুর্ঘটনা পাঁশকুড়ায়। জখম হলেম আটজন যাত্রী। সোমবার দুপুরে পাঁশকুড়া মেছোগ্রামের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। বাসযাত্রীদের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই প্রবল গতিতে ছুটছিল বাসটি। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁশকুড়া থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার পরই বাস ফেলে পালিয়ে যান বাসের চালক।

সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসে। পাঁশকুড়া-মেছোগ্রামের মাঝখানে আচমকাই বাসের সামনে চলে আসেন এক সাইকেল আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি একদিকে কাত হয়ে উল্টে যায়। সাংঘাতিক জোরে একটি আওয়াজও হয়। এরপরই বাসের ভিতর থেকে আর্তচিৎকার আসতে থাকে। ছুটে আসেন এলাকার লোকজন। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা।

তাঁরাই উল্টে থাকা বাসে কোনওভাবে উঠে বাসের যাত্রীদের বের করে আনেন। একটি শিশুকেও উল্টে যাওয়া বাস থেকে বের করে আনা হয়। একাধিক মহিলাকেও উদ্ধার করেন স্থানীয়রা।

বাসে থাকা আটজন যাএী গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার আইসি ও বিডিওর উপস্থিতিতে আহত বাসযাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’টি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।