শুভেন্দুর সঙ্গে ‘হ্যাঁ’ মেলানোর পরই ১৮০ ডিগ্রি ঘুরে সরকারের কাছে ক্ষমা চাইল মামনির পরিবার

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 18, 2025 | 3:10 PM

Saline Case: গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেই মামনি রুইদাসের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে। সেখানেই তাদের হাতে ২ লক্ষ টাকা দিয়ে আসেন শুভেন্দু। পরবর্তী ক্ষেত্রে আরও ৮ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

শুভেন্দুর সঙ্গে হ্যাঁ মেলানোর পরই ১৮০ ডিগ্রি ঘুরে সরকারের কাছে ক্ষমা চাইল মামনির পরিবার
মামনি রুইদাসের শাশুড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: ২৪ ঘন্টা পেরতেই পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল মৃত প্রসূতি মামনি রুইদাসের পরিবার। শুভেন্দু অধিকারীর কথায় যারা সুর মিলিয়েছিল, তারাই এবার সরকারের কাছে ক্ষমা চেয়ে সরকারি সাহায্যেরই দাবি জানাল।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন। মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুইদাসের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেই মামনি রুইদাসের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে। সেখানেই তাদের হাতে ২ লক্ষ টাকা দিয়ে আসেন শুভেন্দু। পরবর্তী ক্ষেত্রে আরও ৮ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। শুভেন্দু দাবি তোলেন, প্রশাসন যেন এই পরিবারকে ৫০ লক্ষ টাকা দেয়।

রাজ্য প্রশাসন মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ও একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। কিন্তু বিরোধী দলনেতা ঘুরে আসার পরই মামনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস জানিয়ে দেন সরকারি সাহায্য তিনি নেবেন না।

এখন তাঁর পরিবারের লোকজনের বক্তব্য তাঁরা সরকারি সাহায্য চান। তাঁরা চান সরকার তাঁদের যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করুক। তাঁরা আরও বলেছেন, তাঁদের মাথার ঠিক নেই, তাই তাঁরা ভুলভাল বলেছেন। আরও এক কদম এগিয়ে মামনি রুইদাসের শাশুড়ি জানান, তিনি সরকারের কাছে ক্ষমাও চেয়েছেন এরকম বক্তব্য রাখার জন্য।

Next Article