কাঁথি: ত্রিস্তরীয় পঞ্চায়েত ও লোকসভার ভোটের আগে রাজ্যে এসে ভোট প্রস্তুতির বার্তা দিয়ে গিয়েছেন অমিত শাহ। ৩৫টি লোকসভা আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যে তাই কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি। রাজ্যের যে যে লোকসভা আসনে বিজেপি জিততে পারেনি অথচ ভাল ফল করেছে সেই লোকসভা আসনগুলি চিহ্নিত করা হয়েছে, আর সেগুলোতে সংগঠন মজবুত করার লক্ষ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতা-নেত্রীদের। সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর কেন্দ্রে অবজারভারের দায়িত্ব দেওয়া হল দুই কেন্দ্রীয় মন্ত্রীকে।
বুথস্বশক্তিকরণ, মণ্ডল রক্ষা সহ একাধিক কর্মসূচি নিয়ে শাসকদল তৃণমূলকে চাপে ফেলার কৌশল বাতলে দিতেই পূর্ব মেদিনীপুর জেলার দুই লোকসভা কেন্দ্রেই দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় দুই মন্ত্রীকে। তমলুক লোকসভা অর্থাৎ দিব্যেন্দুর কেন্দ্রে দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং কাঁথি লোকসভা অর্থাৎ শিশির অধিকারীর কেন্দ্রে দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী স্মৃতি ইরানি।
তমলুক লোকসভা কেন্দ্রে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী পেয়েছিলেন ৭,২৪,৪৩৩টি ভোট, যা মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ। আর বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের প্রাপ্ত ভোট ছিল ৫,৩৪,২৬৮টি। যা প্রায় মোট ভোটারের ৩৬.৯৪ শতাংশ।
কাঁথি লোকসভায় বিশিষ্ট রাজনীতিক তথা সাংসদ শিশির অধিকারীর প্রাপ্ত ভোট ছিল ৭,১১,৮৭২টি ভোট যা প্রায় মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ। বিজেপির দেবাশিস সামন্তের প্রাপ্ত ভোট ছিল ৬,০০,২০৪টি, যা প্রায় মোট ভোটারের ৪২.১৪ শতাংশ।
মূলত পঞ্চায়েত স্তরে সাংগঠনিক স্তরে ও দলের খামতি মেরামত করতেই এই কেন্দ্রীয় নেতাদের পাঠানো হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই দুই নেতাকে দায়িত্ব দেওয়ায় পূর্ব মেদিনীপুরে সুফল মিলবে লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে।