Medinipur: বাইক রাইডারদের বেধড়ক মার সরকারি বাস চালকে, দিঘা থেকে ফেরার পথে উত্তেজনা

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 22, 2024 | 11:47 PM

Medinipur: স্থানীয় সূত্রে খবর, দিঘা থেকে সোনারপুর ফিরছিল বাইক রাইডারের দলটি। বাসের চালক ইন্ডিকেটর দিচ্ছিলেন পাশ কাটানোর জন্য। অভিযোগ, তবে বাইক বাহিনী তা অগ্রাহ্য করছিল। কোনও ভাবেই সাইড দিচ্ছিল না তাঁরা।

Medinipur: বাইক রাইডারদের বেধড়ক মার সরকারি বাস চালকে, দিঘা থেকে ফেরার পথে উত্তেজনা
বাসে উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দিঘা: জাতীয় সড়কে বাসকে পাস দেওয়া নিয়ে উত্তেজনা। মদ্যপ অবস্থায় চালককে মারধরের অভিযোগ উঠল বাইক ‘রাইডার’-দের বিরুদ্ধে। বাস থেকে চালককে নামিয়ে মারধর করা হয়েছে বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে।

জানা গিয়েছে, দিঘা নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়া হাসপাতালের কাছে উত্তেজনা তৈরি হয়েছে। দিঘা-নন্দীগ্রাম রুটের সরকারি একটি বাস ভাঙচুর করেছে বাইক বাহিনী। জানা যাচ্ছে, পুলিশের নাম ভাঙিয়ে গাড়ি ভাঙচুর চালিয়েছে তারা।

স্থানীয় সূত্রে খবর, দিঘা থেকে সোনারপুর ফিরছিল বাইক রাইডারের দলটি। বাসের চালক ইন্ডিকেটর দিচ্ছিলেন পাশ কাটানোর জন্য। অভিযোগ, তবে বাইক বাহিনী তা অগ্রাহ্য করছিল। কোনও ভাবেই সাইড দিচ্ছিল না তাঁরা। এরপরই বচসা বাধে বাস চালকের সঙ্গে। বাসের চালকের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ বাইক রাইডারদের বিরুদ্ধে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করেছে হেঁড়িয়া আইসি থানার পুলিশ। বাস যাত্রীদের দাবি, ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আহত বাস চালক উত্তম বাঙাল বলেন, “আমি গাড়ি চালিয়ে আসছি। এক সঙ্গে পাঁচ থেকে ছ’টা বাইক ওভারটেক করল। এত জোরে গাড়ি চালিয়েছে যে কন্ট্রোল করতে পারল। কিছু যদি ঘটে যায় সেই ভয়ে আমি দাঁড়িয়ে গেলাম ভয়ে। তা সত্ত্বেও ওরা আমায় নামিয়ে গাড়ির কাচ ভাঙল। আমায় মারল” অপরদিকে, অভিযুক্ত বাইক রাইডারের দাবি, “পিছনে গাড়ি নেই। সামনে গাড়ি নেই। সরকারি বাসটাই আমাদের সাইড দেয়নি। আমরা প্রফেশানাল রাইডার। বারবার চেপে দিচ্ছিল আমাদের।”

Next Article