এগরা: এগরা বিস্ফোরণকাণ্ডে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। সূত্রের খবর, এসপি (SP) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে চার সদস্যের ওই দল আজ পৌঁছে যাবে ঘটনাস্থলে। জানা গিয়েছে এ দিন দুপুর ১টা নাগাদ পৌঁছবে দলটি।
সূত্রের খবর, এগরার বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখবেন চার সদস্যের ওই প্রতিনিধি দল। এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন তাঁরা। থানায় যাবেন। সেখানে পুলিশের সঙ্গে কথা বলে নথি সংগ্রহ করবেন বলে জানা যাচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তাঁরা। এ দিকে, আজ সিআইডি গোয়েন্দারা খোঁজ পেয়েছেন মূল অভিযুক্ত ভানু বাগের (Bhanu Bag)। কটকের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।যেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ভানু। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। সেই কারণে এখনই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। তবে আটক করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ-কে। কিছুক্ষণের মধ্যে তাঁদের গ্রেফতার করা হবে।
গতকাল ভানু ছাড়াও গ্রেফতার হন দু’জন। অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা করেছে পুলিশ। কেন দেওয়া হল লঘু ধারা? উঠছে সেই প্রশ্নও। সূত্রের খবর, ভানু বাগ, তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভানুর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৩০৪, ২৮৬ ও ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ২৪ ও ২৬ ধারায় FIR দায়ের হয়েছে। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছে বিজেপি। পুলিশ ভানু বাগের থেকে টাকা খেত। এই অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুর সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলায়।