কাঁথি: মঙ্গলবারই আয়কর দফতরের নোটিস গিয়েছে কারা মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির কাছে। আর তারপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনী নোটিশের হুশিয়ারি মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরির। বুধবার বাজকুলে অনুষ্ঠিত তৃণমূলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল যুব নেতা। পাশাপাশি শিশির অধিকারীর আয় নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সুপ্রকাশ বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমার আয় নিয়ে বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন তা প্রমাণ করতে হবে। তা না হলে আইনী নোটিশ পাঠানো হবে।” এখানেই শেষ নয়, এরপর বিস্ফোরক অভিযোগ করে সুপ্রকাশ জানিয়েছেন, ২৫ বছর আগে এক মামা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। ঘটনার তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে সিআইডি তদন্তের দাবি জানাবেন বলেও জানান তিনি। বলেন, “মামার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে রহস্য রয়েছে বলে আমার মনে হচ্ছে।”
যদিও যুব নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধিকারীদের পক্ষে তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “ও পাগল হয়েগেছে ওর কথার উত্তর দেবে না।” প্রসঙ্গত, গতকাল রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরি যে আয়কর নোটিস পেতে চলেছেন, তা একাধিক সভা থেকে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি ব্যাখ্যা দেন, সংবাদমাধ্যমের থেকেই নাকি এই খবর শুনেছেন তিনি। আগামী ১৩ মন্ত্রী ও মন্ত্রী-পুত্রকে নভেম্বর আয়কর দফতরের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।