AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘কারও প্রেম-প্রীতি-ভালবাসার জবাব দেব না’, দিলীপ-মমতার সাক্ষাতে কী বলছেন শুভেন্দু-সুকান্তরা

Dilip Ghosh: প্রতিক্রিয়া চাইতেই শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, তিনি কিছু বলবেন না। এদিন কাঁথিতে সনাতনী সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু। সভা শেষে দিলীপের মন্দির-দর্শন প্রসঙ্গে বলেন, "এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার।"

Dilip Ghosh: 'কারও প্রেম-প্রীতি-ভালবাসার জবাব দেব না', দিলীপ-মমতার সাক্ষাতে কী বলছেন শুভেন্দু-সুকান্তরা
দিলীপ ঘোষ প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপিরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 8:01 PM

কলকাতা: শুরু থেকেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে প্রশ্ন তুলছিলেন সুকান্ত-শুভেন্দুরা। বাদ যাননি দিলীপ ঘোষও। আর বুধের বিকেলে চমক দিয়ে সেই মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে গল্প করে চলে এলেন দিলীপ ঘোষ। রাজ্য-রাজনীতিতে এই দৃশ্য কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকলেও বঙ্গ বিজেপিতে যে একটা আলোড়ন পড়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সরাসরি বলে দিলেন, ‘দল এটাকে এনডোর্স করে না।’ অর্থাৎ দলের এই বিষয়টাতে যে অনুমোদন নেই, তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন সুকান্ত। তাঁর যুক্তি হল, মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে, তারপর যদি কেউ দিঘার জগন্নাথ মন্দিরে যান, তাহলে মুর্শিদাবাদের ওই আক্রান্তদের অবহেলা করা হয়। তাই মন্দির উদ্বোধনে যাওয়া হবে না, এটাই ছিল দলের সিদ্ধান্ত। সুকান্তর দাবি, শুধু দিলীপ ঘোষ নন, অনেকেই আমন্ত্রণ পেয়েছিলেন। সুকান্ত আরও বলেন, “শুনেছি ওঁর স্ত্রীকেও আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে।”

এদিকে, প্রতিক্রিয়া চাইতেই শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, তিনি কিছু বলবেন না। এদিন কাঁথিতে সনাতনী সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু। সভা শেষে দিলীপের মন্দির-দর্শন প্রসঙ্গে বলেন, “এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু বলব না। আমি একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর কারও ব্যক্তিগত বিষয়, মন্তব্য, চলার ধরন, কাজের ধরন, প্রেম-প্রীতি ভালবাসা, রাগ-বিরহ-দহন এসবের উত্তর আমি দিই না। ভবিষ্যতেও দেব না।”

আর এক বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘লজ্জা’। তিনি আরও লিখেছেন, “বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন।”