পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে থানায় ডাকল পুলিশ। দুর্গাচক থানা থেকে এদিন দু’জনকে ডেকে পাঠান হয়। রক্ষা কবচ থাকার পরও কীভাবে শুভেন্দু অধিকারীকে থানায় সমন প্রশ্ন বিরোধী দলনেতার আইনজীবীর।
কী অভিযোগ?
গত ১৬ মার্চ হলদিয়াতে অভিনন্দন যাত্রা বলে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মসূচি করেন শুভেন্দু। তখনও রাজ্যে বহাল ছিল করোনা বিধি। অভিযোগ, সেই বিধি লঙ্ঘন করে অধিক সংখ্যক মানুষ জমায়েত হন বিরোধী দলনেতার সেই অনুষ্ঠানে। পাশাপাশি অনুষ্ঠানটি করার জন্য সংশ্লিষ্ট থানার থেকেও কোনও অনুমতি নেননি বলে খবর। সেই কারণে শুভেন্দু অধিকারী ও তাপসী মণ্ডলের নামে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতাকে দুর্গাচক থানায় ডেকে পাঠানো হয়। এদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবী মঙ্গলবার পাল্টা দুর্গাচক থানার পুলিশকে চিঠি পাঠান।হাইকোর্টের রক্ষাকবচ থাকার পরও কীভাবে তাঁকে সমন করা হল সেই কথাই জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন যে, দুর্গাচক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে থানায় সময় পাঠানো হয়েছে। অথচ তাঁর রক্ষা কবচ রয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট থানাকে চিঠি পাঠান হয়েছে।
বস্তুত, গত সেপ্টেম্বরে দেহরক্ষীর মৃত্যু সহ ৫ টি মামলা খারিজ নয়তো মামলাগুলি সিবিআইকে দিয়ে তদন্তের দাবিতে কলকাতার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা ওই পাঁচটি মামলায় শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেন। এমনকী ভবিষ্যতে অন্য কোনও মামলায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হলেও লাগবে উচ্চ আদালতের অনুমতি বলে জানিয়েছিলেন বিচারপতি। শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করতে হলেও পুলিশকে তাঁরই দেওয়া সময় অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে হবে। সব মিলিয়ে বলা চলে আদালতের নির্দেশ ছাড়া কোনও ভাবেই এই ৪ মামলায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য শুভেন্দুর ধারেপাশেও ভিড়তে পারবে না পুলিশ।
আরও পড়ুন: Sanjay Raut: ১০৩৪ কোটির জালিয়াতির অভিযোগে ফাঁপরে সঞ্জয় রাউত, বাজেয়াপ্ত জমি-ফ্ল্যাট