Dilip Ghosh: মমতাকে ব্যক্তিগত আক্রমণে শুভেন্দুর ‘পাশে নেই’ দিলীপ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 22, 2022 | 7:36 PM

Dilip Ghosh: সম্প্রতি কাঁথি টাউনহলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোকে একহাত নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। ব্যক্তি আক্রমণের অভিযোগও ওঠে।

Dilip Ghosh: মমতাকে ব্যক্তিগত আক্রমণে শুভেন্দুর ‘পাশে নেই’ দিলীপ

Follow Us

কাঁথি: লড়াইয়ের শুরুটা হয়েছিল শেষ বিধানসভা ভোটের সময় থেকে। পরবর্তীতে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর শুভেন্দুর আক্রমণের ঝাঁঝ আরও অনেকটা বেড়ে গিয়েছিল। এমনকী সাম্প্রতিক সময়েও একাধিকবার মমতাকে ব্যক্তি আক্রমণের অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সম্প্রতি কাঁথি টাউনহলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোকে একহাত নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। ব্যক্তি আক্রমণের অভিযোগও ওঠে। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চলে জোরদার চর্চা। তবে শুভেন্দুর বক্তব্যে প্রকাশ্য়ে সমর্থন করলেন নাবিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। তবে সমর্থন প্রসঙ্গে নিলেন মধ্যপন্থা।

কাঁথির শহীদ মাতঙ্গিনী ব্লকে বিজয়া সম্মিলনীতে এসে দিলীপ বলেন, “এটা দুটো পরিবারের ঝগড়াতে পরিণত হচ্ছে। আমরা ওটার মধ্যে নেই। বাংলার দশ কোটি মানুষের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য আমরা লড়াই করছি। আমরা নীতির লড়াই করছি। ওরা যে ভাষায় কথায় বলে অনেক সময় আমাদের নেতা-কর্মীরা এ ভাষায় উত্তর দেন।” একইসঙ্গে পঞ্চায়েত ভোটেও জোরদার লড়াইয়ের বার্তা দিতে দেখা যায় দিলীপকে। এমনকী ভোটে অশান্তি রুখতে প্রস্তুত রয়েছে পদ্ম ব্রিগেড। তাও কার্যত হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। 

আসন্ন ভোট প্রসঙ্গে বঙ্গ বিজেপির এই অন্যতম শীর্ষনেতা বলেন, “গতবারে এখানে বিজেপি প্রাকটিস করেছিল। এবারে ম্যাচ খেলবে। যথাসময়েই দেখতে পাবেন। তবে কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা সেটা আমাদের হাতে নেই। এবারে মারধর হবে। কিন্ত, একতরফা হবে না। মারও হবে ধরও হবে।” একইসঙ্গে টেট বিতর্ক নিয়েও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে দিলীপ বলেন, “বর্তমান বাংলার অবস্থাই এটা। কিছুই সামলাতে পারছে না সরকার। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কিছু করার ক্ষমতা নেই। আদপে এটা লুঠের সরকার। তার বিদায় ঘণ্টাও বেজে গিয়েছে।” এদিকে এর আগে ডিসেম্বরের মধ্যে বাংলার বর্তমান সরকারের অবস্থা টালমাটাল হয়ে যেতে পারে বলে হুশিয়ারি দিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তবে কী ডিসেম্বরেই সরকারের পতন হবে? এ প্রসঙ্গে দিলীপের সাফ জবাব, “দেখুন কী হয়। যা ঝড় আসছে যখন তখন সরকার পড়ে যেতে পারে।”

Next Article