Abhijit Ganguly: কোন ধরনের ‘উত্তম-মধ্যম’ দেওয়া হলে তা ‘আইনে স্বীকৃত’, IPC তুলে বোঝালেন অভিজিৎ গাঙ্গুলি

Kanishka Maity | Edited By: Soumya Saha

Apr 17, 2024 | 8:43 PM

West Bengal BJP: তৃণমূলকে একহাত নিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, 'প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মনে রাখবেন, মানুষের আত্মরক্ষার অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে, মানুষ যদি আপনাদের উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ হবে না। কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত।'

Abhijit Ganguly: কোন ধরনের উত্তম-মধ্যম দেওয়া হলে তা আইনে স্বীকৃত, IPC তুলে বোঝালেন অভিজিৎ গাঙ্গুলি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

তমলুক: ভোটের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নয়া বিতর্ক। এবার কোন ধরনের ‘উত্তম-মধ্যম’ দেওয়া হলে, তা ‘আইনসিদ্ধ’… সেটা আমজনতাকে বোঝালেন অভিজিৎবাবু। তৃণমূলকে একহাত নিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, ‘প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মনে রাখবেন, মানুষের আত্মরক্ষার অধিকার আছে। সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে, মানুষ যদি আপনাদের উত্তম-মধ্যম দেন, তাতে কোনও দোষ হবে না। কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত। যেটাকে ভারতীয় দণ্ডবিধিতে বলা হয়েছে, রাইট টু প্রাইভেট ডিফেন্স।’

বুধবার নন্দীগ্রামে রামনবমীর উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তমলুকের বিজেপি প্রার্থী। সেখানে সভামঞ্চ থেকেই এই মন্তব্য করেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর মন্তব্যে উঠে আসে, অতীতে বাংলায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও। তবে বিজেপি প্রার্থীর এমন মন্তব্য ঘিরে জেলার রাজনীতির অন্দরমহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। অভিজিৎবাবুর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের যুব নেতা বলেন, ‘তিনি একসময় বিচারপতি ছিলেন। মানুষ তাঁকে শ্রদ্ধা করতেন। সিস্টেম যাতে আইনের পথে চলে, সেটাই তাঁর দায়িত্ব ছিল। আজ সেই ব্যক্তিই আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি এই মন্তব্য করছেন।’

অবসরপ্রাপ্ত বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম প্রার্থী তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, আত্মরক্ষার অধিকার সকলেরই রয়েছে, তবে সেটা একপাক্ষিক নয়। সায়ন বলেন, যারা তৃণমূলের ঝাণ্ডার তলায় থেকে সিপিআইএমকে খেদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে, তারাও যদি আক্রমণ করতে আসে, তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সবার রয়েছে।’

Next Article