Tamluk BJP: বার বার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, বিরোধী দলনেতার মঙ্গল কামনায় হোম-যজ্ঞ সতীপীঠে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 24, 2022 | 10:57 PM

Purba Medinipur: বার বার রাজ্যের বিরোধী দলনেতার কনভয় এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় চিন্তিত তাঁর দলীয় কর্মী-সমর্থকরা। এবার তাঁর মঙ্গল কামনায় হোম-যজ্ঞ চলল সতী পীঠে।

Tamluk BJP: বার বার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, বিরোধী দলনেতার মঙ্গল কামনায় হোম-যজ্ঞ সতীপীঠে
শুভেন্দুর মঙ্গল কামনায় চলছে হোম-যজ্ঞ

Follow Us

তমলুক : কিছুদিন আগেই মারিশদায় দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। শুধু এটিই নয়, সাম্প্রতিক অতীতে খুব কম সময়ের ব্যবধানে বার বার দুর্ঘটনার কবলে পড়ছে শুভেন্দুর কনভয়। এর আগে জুলাই মাসে দুই বার দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর কনভয়। একবার শান্তিকুঞ্জ থেকে বেরনোর কিছু সময় পরেই শুভেন্দুর কনভয়ের একটি গাড়িতে ট্রাক ধাক্কা মেরেছিল। ওই মাসেই কালিকাপুরের সার্ভে পার্কের কাছে শুভেন্দুর কনভয়ের সঙ্গে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছিল একটি লরি। বার বার রাজ্যের বিরোধী দলনেতার কনভয় এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় চিন্তিত তাঁর দলীয় কর্মী-সমর্থকরা। এবার তাঁর মঙ্গল কামনায় হোম-যজ্ঞ চলল সতীপীঠে।

বুধবার তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে হোম-যজ্ঞের আয়োজন করে বিজেপির তমলুক নগর মণ্ডল। মূলত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনাতেই চলে এই পুজো-অর্চনা। প্রসঙ্গত, বর্গভীমা হল সতীর একান্ন পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ। এ দিন সন্ধেয় দেবী বর্গভীমা মায়ের মন্দিরে আজ এই পুজা ও যজ্ঞের আয়োজন করা হয় বিজেপির তমলুক নগর মণ্ডল নেতৃত্বের তরফে। বুধবার সন্ধের এই হোম-যজ্ঞের সময়ে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়, তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী সহ অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা।

এই বিষয়ে বিজেপির তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, “গত একমাস ধরে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে বার বার আঘাত হানা হচ্ছে। উনি জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান। তবু পশ্চিমবঙ্গের সরকার ওনার সামনে কোনও পাইলট কার দেয় না। সিআইএসএফ চব্বিশ ঘণ্টা আগে প্রতিটি থানায় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লাইনিং ঠিক করে না। তার মধ্যে ট্রাক ঢুকে যায়, টোটো ঢুকে যায়। সম্প্রতি এই নিয়ে তিন বার তাঁর প্রাণ সংশয় হল। তাই আমরা বিজেপির তমলুক নগর মণ্ডলের তরফে একান্ন পীঠের অন্যতম বর্গভীমা মায়ের কাছে শুভেন্দু অধিকারীর মঙ্গল কামনা চেয়ে এবং নিরাপত্তারক্ষীদের দীর্ঘায়ু কামনা করে মাকে জানাতে এসেছি। হোম-যজ্ঞের মাধ্যমে পুজো-অর্চনা করছি।”

Next Article