Tamluk: মকর সংক্রান্তিতে নদীতে পুণ্যস্থান করতে গিয়েও বিপত্তি, মাথায় হাত দিয়ে বসে পড়লেন পুণ্যার্থীরা

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2024 | 11:49 AM

Tamluk: বিভিন্ন জায়গা থেকে তমলুকের রূপনারাণের নদীর পাড়ে পুণ্যস্নান করতে এলেও মকর সংক্রান্তির দিন সকালে নদীতে দেখা মিলল না জলের ফলে বেশ কিছুটা সমস্যায় পড়লেন তাঁরা। নদীতে বেশ অনেকটা অংশেই বড় চড়া পড়ে যাওয়ার জন্যই এই সমস্যা। দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পরেই জল পাওয়া যায় নদীতে।

Tamluk: মকর সংক্রান্তিতে নদীতে পুণ্যস্থান করতে গিয়েও বিপত্তি, মাথায় হাত দিয়ে বসে পড়লেন পুণ্যার্থীরা
নদীতে জমেছে পলির স্তর
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  মকর সংক্রান্তির পুণ্য স্নানের দিন বিপাকে পুণ্যার্থীরা। রূপনারায়ণ নদীতে জল না থাকায় সমস্যায় বহু মানুষ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পবিত্র মকর সংক্রান্তি পালিত হচ্ছে ১৫ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ দিনে সূর্য দেবতাকে পুজো করে, গঙ্গায় স্নান করে, বা বাড়ির কাছে যে কোনও নদীতে ডুব দিয়ে সূর্যপ্রণাম করেন সকলেই। মকর সংক্রান্তির দিন প্রতিবছরই বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকেই ভিড় জমান।

বিভিন্ন জায়গা থেকে তমলুকের রূপনারাণের নদীর পাড়ে পুণ্যস্নান করতে এলেও মকর সংক্রান্তির দিন সকালে নদীতে দেখা মিলল না জলের ফলে বেশ কিছুটা সমস্যায় পড়লেন তাঁরা। নদীতে বেশ অনেকটা অংশেই বড় চড়া পড়ে যাওয়ার জন্যই এই সমস্যা। দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পরেই জল পাওয়া যায় নদীতে। অনেকে দূর পর্যন্ত নদীর ওপর দিয়ে হেঁটে গেলেও অনেকে আবার জল আসার অপেক্ষায় বসে রয়েছেন নদীর পাড়ে।

নদীর পাড়ে দর্শনার্থীদের যাতে কোন অসুবিধে বা কোনও বিপর্যয় না ঘটে সেই কারণে প্রশাসনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীদের। এক পুণ্যার্থী বলেন, “জোয়ারের সময় যদি নদীর জল বাড়ে, তাহলেই স্নান করা যাবে। পলি এতটাই জল অনেক দূর সরে গিয়েছে। এর মধ্যে ডুব দেওয়া যাবে না।”

Next Article