AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘সত্য কথা বলা একটি পাপ’, কান ধরে ভুল স্বীকার তৃণমূল কাউন্সিলরের

TMC: জানা গিয়েছে, তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় ২ কোটি টাকার কর বকেয়া রয়েছে। বকেয়া থাকা সংস্থাগুলির মধ্যে বিভিন্ন সরকারি দফতর, ব্যাঙ্ক এবং একাধিক নার্সিংহোম রয়েছে। এই নার্সিংহোমগুলির কয়েকটি তৃণমূল নেতাদের মালিকানাধীন। সেই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।

TMC: 'সত্য কথা বলা একটি পাপ', কান ধরে ভুল স্বীকার তৃণমূল কাউন্সিলরের
কান ধরে ভুল স্বীকারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতিImage Credit: Social Media
| Edited By: | Updated on: Aug 18, 2025 | 6:49 AM
Share

তমলুক: ২ কোটি টাকার কর আদায় হয়নি। বিভিন্ন নার্সিংহোম, ব্যাঙ্ক পৌরসভার কর দেয়নি। বকেয়া এই করের কথা ফাঁস করে ‘বিপাকে’ তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূল এই কাউন্সিলর। সেখানে নিজের কান ধরে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কানে ধরে ভুল স্বীকার করছি। সত্য কথা বলা একটি পাপ।’ তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জানা গিয়েছে, তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় ২ কোটি টাকার কর বকেয়া রয়েছে। বকেয়া থাকা সংস্থাগুলির মধ্যে বিভিন্ন সরকারি দফতর, ব্যাঙ্ক এবং একাধিক নার্সিংহোম রয়েছে। এই নার্সিংহোমগুলির কয়েকটি তৃণমূল নেতাদের মালিকানাধীন। সেই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। বিজেপি কাউন্সিলর শর্বরী চক্রবর্তী অভিযোগ করেন, শাসকদলের নেতাদের মদতেই এই বকেয়া জমেছে।

এদিকে, তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থসারথি মাইতি ওই বকেয়া করের কথা ফাঁস করায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। তারপরই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে পার্থসারথি মাইতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারির পরই রবিবার পার্থসারথি মাইতি কান ধরে নিজের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

যদিও এ বিষয়ে পার্থসারথি মাইতি নিজে আর কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, পৌরসভার অভ্যন্তরীণ খবর ফাঁস করায় তাঁকে বিভিন্ন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আক্রমণ করা হচ্ছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তৃণমূল কাউন্সিলরের এই কান ধরে ভুল স্বীকারের পোস্ট নিয়ে তৃণমূল নেতৃত্বও মুখ খুলতে নারাজ। তবে এই ঘটনায় তমলুক পৌরসভার অন্দরে চাপানউতোর বেড়েছে। জেলা তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিয়েই পার্থসারথি মাইতি এই পোস্ট করেছেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।