TMC: ২১ জুলাইয়ের আগে তৃণমূলের সভা-পাল্টা সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কাঁথিতে, বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 16, 2022 | 5:49 PM

TMC: সকালের সভাতে উপস্থিত না থাকলেও বিকালে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি, পটাশপুরে বিধায়ক উওম বারিক,মামুদ হোসেন সহ বহু তৃণমূল নেতৃত্বকে আবার বিকালের সভাতে উপস্থিত থাকতে দেখা যায়।

TMC: ২১ জুলাইয়ের আগে তৃণমূলের সভা-পাল্টা সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কাঁথিতে, বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা
প্রতীকী ছবি

Follow Us

কাঁথি: সামনেই একুশে জুলাই। এদিকে তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফে। এবার সেই সভাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল পূর্ব মেদিনীপুরের(Purba Mednipur) কাঁথিতে। সভা-পাল্টা সভাকে কেন্দ্র করে উত্তাল জেলার রাজ্য-রাজনীতি। সূত্রের খবর, শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরে(East Midnapore) কাঁথি ৩ ব্লকের মারিশদা নাচিন্দায় ২১ জুলাই (21st July) উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী অঞ্চল তৃণমূল সভাপতি শম্ভুরাম পাত্র। ব্লক ও জেলা নেতৃত্বের নির্দেশে তিনি এ সভার আয়োজন করেছিলেন বলে জানান। পাল্টা বিকালে আরও একটি সভার আয়োজন করেন ব্লক খাদ্য কর্মাধক্ষ  ও তৃণমূল কংগ্রেস নেতা (Trinamool Congress Leader) অমৃতাংশু প্রধান। তিনিও সাফ জানান জেলা সভাপতির নির্দেশেই এ সভার আয়োজন করা হয়েছিল। 

এদিকে এই সভা ও পাল্টা সভা নিয়েই উত্তাল জেলার রাজ্য-রাজনীতি। কেন তৃণমূলের তরফে একইদিনে একইজায়গায় দুটি সভার আয়োজন করা হল সে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা অমৃতাংশু প্রধান বলেন, “গোষ্ঠী দ্বন্দ্বের কোনও ব্যাপার নয়। জেলা সভাপতির কাছ থেকে এক সপ্তাহ আগে আমি ডেট নিয়েছিলাম। তার অনুমতি নেওয়ার পরেই গতকাল আমরা এ কর্মসূচির আয়োজন করি। যা আদপেই পূর্বঘোষিত।” অন্যদিকে বিতর্কের মাঝেই ঘটনা প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি বিকাশ বেজ বলেন, বিকালের সভাটির বৈধতা আছে কিনা জানি না। অঞ্চল সভাপতি এই মিটিংয়ের পরে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। জানতে চেয়েছেন কী করে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ করেছেন তিনি। আমরা অবশ্যই তা রাজ্য স্তরের নেতৃত্বের কাছে পাঠাব। 

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে সকালে যে সভাটির আয়োজন করা হয় সেখানে হাজির ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা দাপটে তৃণমূল নেতা অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস,কাঁথি সংগঠনিক জেলার যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি সহ একঝাঁক নেতৃত্বরা। এছাড়াও এলাকার বিভিন্ন বুথ থেকে শতাধিক কর্মীরা ওই সভায় যোগ দেন। যোগ দেন বহু মহিলা কর্মী সমর্থকও। কিন্তু তারপরেও কেন বিকালে সভার আয়োজন হল তাই এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে সকালের সভাতে উপস্থিত না থাকলেও বিকালে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি, পটাশপুরে বিধায়ক উওম বারিক,মামুদ হোসেন সহ বহু তৃণমূল নেতৃত্বকে আবার বিকালের সভাতে উপস্থিত থাকতে দেখা যায়। আর সেখানেই বাড়ছে গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা।

Next Article