Snatching Case in Medinipur: দিনে-দুপুরে যুবকে গুলি, লুঠ প্রায় দেড় লাখ টাকা!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2021 | 6:51 AM

Purba Medinipur: পরপর দু'টি গুলি চালায় তার উপর।

Snatching Case in Medinipur: দিনে-দুপুরে যুবকে গুলি, লুঠ প্রায় দেড় লাখ টাকা!
খনি কর্মীকে খুন (ফাইল চিত্র)

Follow Us

পূর্ব মেদিনীপুর: দিনে দুপুরে প্রকাশ্যেই চলল গুলি। এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে।

জানা গিয়েছে, আহত যুবকের নাম কাজি আজিজুল রহমান। তিনি বাড়ি-বাড়ি গিয়ে ফাইন্যান্সের টাকা সংগ্রহ করেন। গতকালও সেই কাজেই বেরিয়েছিলেন। দুষ্কৃতীরা সেই টাকা ছিনতাই করতে যায়। সেই সময়ই পরপর দু’টি গুলি চালায় তার উপর। ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন আজিজুল।

এই ঘটনায় কার্যত চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ । প্রায় দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা ।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার সময় পূর্ব বর্ধমানে আরও একটি ঘটনা সামনে আসে। গলসির ভুঁড়ির হাইস্কুল এলাকার এক ব্যবসায়ী সৈকত মোল্লা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ছালালপুরে তাঁর গ্রামের বাড়ি। বাইকে বাড়ি ফিরছিলেন সৈকত। তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল। তাতে প্রায় চার ভরি সোনার গয়না, কিছু রূপোর গয়না এবং নগদ ত্রিশ হাজার টাকা ছিল।

সৈকত মোল্লা ইটারু গ্রামের হোট্টে হোট্টে মাঝিপাড়া ক্যানেলের কালভার্টের আসার পরই দু’জন তাঁর পথ আটকায় বলে অভিযোগ ওঠে। এরপরই বেধড়ক মারধর করা হয় ওই ব্যবসায়ীকে। তাঁর সঙ্গে থাকা গয়না ও টাকা ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরই একটি চার চাকার গাড়িতে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ঘটনার দিন তদন্তে নেমে রাতেই গলসির ছালালপুর গ্রাম থেকে ইব্রাহিম মল্লিক ওরফে রিপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাঁকে হেফাজতে নিয়ে ডাকাতি চক্রের মূল দুই অভিযুক্তকে মুর্শিদাবাদের সালার থানা এলাকার একটি লজ থেকে গ্রেফতার করা হয়।

সেই রাতেই তাঁদের সঙ্গে সেখানকার আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলি শেখ ওরফে কচি এবং জিয়ারুল শেখ, রতন শেখ এবং বিপ্লব কর্মকার। কচির বাড়ি গলসি থানার শশঙ্গা গ্রামে। ভাতার থানার বামসোর গ্রামের বাসিন্দা হলেন জিয়ারুল। এ ছাড়াও মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার বাসিন্দা রতন শেখ ও বিপ্লব কর্মকার। সেখানে বিপ্লবের একটি সোনার দোকান আছে। পুলিশ তাঁদের কাছ থেকে চার ভরি সোনা, আড়াই কেজি রূপোর গয়না এবং নগদ দু’লক্ষ সাতাত্তর হাজার টাকা উদ্ধার করে।

আরও পড়ুন: Ration dealer: পৌঁছাতে দেরি,দুয়ারে রেশন দিতে গিয়ে মার জুটল ডিলারের কপালে!

Next Article