Snatching in Hospital: হাসপাতালে সোনার গয়না-সহ কয়েক হাজার নগদ খোয়ালেন মহিলা, ছিনতাইবাজের কারসাজি দেখলে চোখ কপালে উঠবে

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Jul 22, 2023 | 6:13 PM

Snatching in Hospital: সাম্প্রতিককালে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ও হাসপাতালের বেশ কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাতেই উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের।

Snatching in Hospital: হাসপাতালে সোনার গয়না-সহ কয়েক হাজার নগদ খোয়ালেন মহিলা, ছিনতাইবাজের কারসাজি দেখলে চোখ কপালে উঠবে
লক্ষ্মীরানি দেবী
Image Credit source: TV-9 Bangla

Follow Us

তমলুক: হাসপাতালে (Hospital) চিকিৎসা করাতে এসে পড়লেন ছিনতাইবাজের কবলে। খোয়ালেন সোনার গয়না থেকে শুরু করে কয়েক হাজার টাকা। এমনকী যে কায়দায় তাঁর থেকে টাকা ছিনতাই করা হয়েছে তা শুনে চোখ কপালে উঠছে অনেকেরই। শনিবার সকালে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে বেশ কিছু টেস্ট করাতে এসেছিলেন নন্দকুমারে (Nandakumar) বহিচবেড়িয়ার বাসিন্দা লক্ষ্মীরানি শী। কিন্তু, কে জানত সেখানেই সর্বস্ব খুইয়ে বাড়ি যেতে হবে তাঁকে। লক্ষ্মীরানি দেবী জানাচ্ছেন যে সময় তিনি টেস্ট করানোর জন্য হাসপাতাল চত্বরে ঘুরছেন সেই সময় তাঁকে এক যুবক টাকার বান্ডিল দেখান। বলেন, দেখুন আপনার টাকা পড়ে গিয়েছে। যদিও মহিলা দেখেন তাঁর কোনও টাকাই পড়ে যায়নি। এই সূত্রেই অজ্ঞাত পরিচয় ওই যুবকের সঙ্গে পরিচয় হয় মহিলার। 

সূত্রের খবর, এরপরই তাঁকে খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে যান ওই যুবক। তখনই তাঁর হাতে থাকা সোনার বালা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় যুবক। মুহূর্তেই চম্পট দেয় হাসপাতাল চত্বর থেকে। এদিকে ততক্ষণে পাশে পড়ে থাকা টাকার বান্ডিল খুলতে গিয়ে চোখ কপালে উঠে যায় মহিলার। দেখেন উপরে একটি ২০ টাকার নোট থাকলেও ভিতরে শুধুই কাগজ। ওটাকেই টাকার বান্ডিল হিসাবে সাজিয়ে রাখা হয়েছিল। তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান তিনি। 

একবারে কয়েক হাজার টাকা হারিয়ে চিন্তায় লক্ষ্মীরানি দেবী। যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় পুলিশে লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। সূত্রের খবর, পুলিশকে ফোনে গোটা ঘটনার কথা জানানো হয়েছে। শীঘ্রই লিখিত অভিযোগও দায়ের হবে বলে খবর। অন্যদিকে সাম্প্রতিককালে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ও হাসপাতালের বেশ কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাতেই উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের। এই সঙ্কটময় পরিস্থিতি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Next Article