Nandigram Chaos: সমবায় সমিতি নির্বাচনেও ‘বহিরাগত তত্ত্ব’ , নন্দীগ্রামে ধুন্ধুমার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2022 | 1:23 PM

Nandigram Chaos: দু'পক্ষেরই অভিযোগ, বহিরাগতদের এনে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হন।

Nandigram Chaos: সমবায় সমিতি নির্বাচনেও বহিরাগত তত্ত্ব , নন্দীগ্রামে ধুন্ধুমার
নন্দীগ্রামে উত্তেজনা

Follow Us

পূর্ব মেদিনীপুর: সমবায় সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়াতে সমবায় সমিতির নির্বাচন রয়েছে রবিবার। ১২ আসনের ভেকুটিয়া সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি উঁচিয়ে চলে উন্মত্ত দাপাদাপি। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দু’পক্ষেরই অভিযোগ, বহিরাগতদের এনে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হন।

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে দিচ্ছিলেন না। যদিও ওই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূলই শান্তিপূর্ণ নির্বাচনে বাধা সৃষ্টি করছে।

নন্দীগ্রাম ১নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ, “তৃণমূলের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমেছেন। বিজেপি বহিরাগতদের জড়ো করেছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। জোর করে টোটোয় তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে। কিন্তু আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক।”

এদিকে, তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা মেঘনাথ পাল। তাঁর বক্তব্য, “শান্তিপূর্ণ নির্বাচনকে অশান্ত করেছে তৃণমূল। ওঁরাই বহিরাগত লোক নিয়ে অশান্তি শুরু করেছে।”

ভোট গ্রহণের মাঝেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।

Next Article