TMC: ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, অখিল গিরিরা গেলেন না কেন?

TMC: অখিল-উত্তম শিবিরের দ্বন্দ্বের অভিযোগ বহুদিন ধরেই জেলায়। সেই আবহে এদিন উত্তম বারিককে দেখা গেলেও, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দেখা গেল না গিরিদের। একাধিক কাউন্সিলরও অনুপস্থিত। অখিল গিরিকে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TMC: ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, অখিল গিরিরা গেলেন না কেন?
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2024 | 8:23 PM

পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি চলছে। শনিবার কাঁথি টাউন হলে ছিল জেলার প্রস্তুতি বৈঠক। সেখানে জেলার সভাধিপতি উত্তম বারিক, জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা, প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর, তরুণ মাইতি-সহ সকলেই ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে সেখানে অনুপস্থিত থেকেছেন অখিল গিরি, সুপ্রকাশ গিরিরা। তাঁদের অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন।

অখিল-উত্তম শিবিরের দ্বন্দ্বের অভিযোগ বহুদিন ধরেই জেলায়। সেই আবহে এদিন উত্তম বারিককে দেখা গেলেও, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দেখা গেল না গিরিদের। একাধিক কাউন্সিলরও অনুপস্থিত। অখিল গিরিকে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এ প্রসঙ্গে জেলা সভাপতি পীযুষ পণ্ডা বলেন, “আমরা সবাইকেই জানিয়েছি। ওনাদের একটি মিটিং আছে বোধহয়।” রামনগরে নিজেদের এলাকায় অখিল গিরিরা ব্যস্ত বলেও জানান। জেলা সভাপতির দাবি, এখানে আমরা ওরা বলে কিছু নেই। একটাই দল, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলে তাঁরই সৈনিক।

অন্যদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, “২০২০ সালে আমাদের যারা অভিভাবক ছিলেন তারা হঠাৎ করে দল বদল করেন। গদ্দারি করেই চলে যান। ২০২১ সালে আমরা নিজেরা নিজেদের অভিভাবক হয়ে লড়াই শুরু করেছিলাম। ২০২১ সালে নির্বাচনে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ভাল ফল করেছিল। দু’টো পুরসভার ফলও ভাল। পঞ্চায়েত ভোটেও আমরাই জেলা পরিষদে। কাঁথিতে উত্তম বারিককে প্রার্থী করায় আমরা খুবই খুশি হয়েছিলাম।” লোকসভায় হার তৃণমূল কর্মী, সমর্থকদের মনোবলে হাত দিতে পারবে না বলেই দাবি নেতৃত্বের।