AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh Tattoo Explained ভিডিয়ো: এ শুধুই ট্যাটু নয়…! রিঙ্কু সিং রহস্য ফাঁস করলেন নিজেই

India vs Bangladesh T20 Series: বাংলাদেশ সিরিজের আগে। কয়েকটা দিন ব্রেক নেন। এর মাঝেই সেলিব্রিটি ট্যাটু আর্টিস্ট রাঘব শেঠির কাছে দেখা যায় রিঙ্কুকে। বাঁ হাতে ট্যাটু করিয়েছিলেন রিঙ্কু। যাতে লেখা তাঁর প্রিয় স্লোগান 'গডস প্ল্যান'। কিন্তু এর মাঝে আরও গভীর অর্থ রয়েছে, যা ফাঁস করলেন নিজেই। কী বলছেন রিঙ্কু সিং?

Rinku Singh Tattoo Explained ভিডিয়ো: এ শুধুই ট্যাটু নয়...! রিঙ্কু সিং রহস্য ফাঁস করলেন নিজেই
Image Credit: INSTAGRAM
| Updated on: Oct 05, 2024 | 12:24 PM
Share

কয়েক দিন আগের কথা। দলীপ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের। ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের কথা ভেবেই তাঁকে তরতাজা রাখতে চেয়েছিল বোর্ড। লাল-বলে দলীপের দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেলেও পারফর্ম করতে পারেননি। একই ঘটনার পুনরাবৃত্তি হলে অস্বস্তি থাকতে পারত বাংলাদেশ সিরিজের আগে। কয়েকটা দিন ব্রেক নেন। এর মাঝেই সেলিব্রিটি ট্যাটু আর্টিস্ট রাঘব শেঠির কাছে দেখা যায় রিঙ্কুকে। বাঁ হাতে ট্যাটু করিয়েছিলেন রিঙ্কু। যাতে লেখা তাঁর প্রিয় স্লোগান ‘গডস প্ল্যান’। কিন্তু এর মাঝে আরও গভীর অর্থ রয়েছে, যা ফাঁস করলেন নিজেই। কী বলছেন রিঙ্কু সিং?

সুপার সান ডে-তে শুরু ভারত-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ গোয়ালিয়রে। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি সারছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। গত কাল ফিল্ডিংয়ে বাড়তি জোর দেওয়া হয়েছিল। আজ চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দলই। এর মাঝেই বোর্ডের শেয়ার করা একটি ভিডিয়োতে ট্যাটুর পুরো অর্থ বোঝালেন ভারতীয় দলের তরুণ ফিনিশার রিঙ্কু সিং।

রিঙ্কু সিংয়ের প্রিয় স্লোগান ‘গডস প্ল্যান’ সহজেই নজরে পড়ে। ট্যাটুতে অনেকটাই বড় করে লেখা এই স্লোগান। কিন্তু গভীর অর্থটা তার চার পাশেই। মাঝে লেখা। সেটা ঘিরে রেখেছে সূর্যের ছটা। এই অবধিও ঠিক আছে। হয়তো আন্দাজ করা যায়। কিন্তু পাঁচটি জায়গায় ছোট্ট রাউন্ড আঁকা রয়েছে। এতেই রিঙ্কু সিংয়ের উত্থানের গল্প। রিঙ্কু সিংয়ের কেরিয়ারে টার্নিং পয়েন্ট গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে মহাকাব্য়িক ম্যাচ জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে।

পাঁচ ছক্কার ম্যাচের পরই জাতীয় দলে সুযোগ। এশিয়ান গেমস সহ একাধিক সিরিজ। সীমিত সুযোগে ভালো পারফর্ম করেছেন রিঙ্কু। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার কথা ছিল। যদিও টিমের কম্বিনেশনের কারণে তাঁকে স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপে টিমের সঙ্গেই ছিলেন। এরপর জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা সিরিজে খেলেন। শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারলেও বোলিংয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

রিঙ্কু সিং যে টি-টোয়েন্টি টিমের গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠেছেন এ বিষয়ে সন্দেহ নেই। হয়তো এই সিরিজ থেকে ব্যাটিং অর্ডারে আরও উপরের দিকে খেলানো হতে পারে। বেশি সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। এই সুন্দর সফরকেই খোদাই করে রেখেছেন। যা তাঁকে বারবার মনে করাবে নিজের দক্ষতা। যশ দয়ালের বোলিংয়ে সেই পাঁচটি ছক্কা মাঠের যে অংশে মেরেছিলেন, হাতের ট্যাটুতে সেটাও চিহ্নিত করে রেখেছেন। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সেই অর্থগুলোই বোঝালেন রিঙ্কু।