AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Foundation Day: প্রতিষ্ঠা দিবসে মহিলাদের যত খুশি ফুচকা, চণ্ডীপুরে অভিনব জনসংযোগ তৃণমূলের

TMC Foundation Day: গ্রামের মহিলাদের ফুচকা খাওয়ার জন্য বিশেষ কুপনের ব্যবস্থাও করা হয়েছিল। সেই কুপন দেখালেই যে যত খুশি ফুচকা খাওয়ার সুযোগ পাবেন।

| Updated on: Jan 01, 2023 | 7:16 PM
Share
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জেলায় জেলায় শাসক দলের নেতারা কর্মসূচি পালন করছেন। আর এরই মধ্যে এক অভিনব পন্থায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখা গেল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুররে তৃণমূল নেতাদের।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জেলায় জেলায় শাসক দলের নেতারা কর্মসূচি পালন করছেন। আর এরই মধ্যে এক অভিনব পন্থায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখা গেল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুররে তৃণমূল নেতাদের।

1 / 6
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মহিলাদের ফুচকা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছিল রবিবার। বাড়ির মহিলাদের সঙ্গে নিয়ে জনসংযোগে আরও শান দেওয়ার প্রয়াস তৃণমূল শিবিরের।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মহিলাদের ফুচকা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছিল রবিবার। বাড়ির মহিলাদের সঙ্গে নিয়ে জনসংযোগে আরও শান দেওয়ার প্রয়াস তৃণমূল শিবিরের।

2 / 6
ফুচকা খাওয়ার জন্য এদিন ভিড়ও জমিয়েছিলেন মহিলারা। তবে শুধু ফুচকা খাওয়ানোই নয়, এর পাশাপাশি মহিলাদের শীতবস্ত্র, পুরুষদের নতুন ধুতি এবং কচিকাচাদের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেওয়া হয়।

ফুচকা খাওয়ার জন্য এদিন ভিড়ও জমিয়েছিলেন মহিলারা। তবে শুধু ফুচকা খাওয়ানোই নয়, এর পাশাপাশি মহিলাদের শীতবস্ত্র, পুরুষদের নতুন ধুতি এবং কচিকাচাদের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেওয়া হয়।

3 / 6
গ্রামের মহিলাদের ফুচকা খাওয়ার জন্য বিশেষ কুপনের ব্যবস্থাও করা হয়েছিল। সেই কুপন দেখালেই যে যত খুশি ফুচকা খাওয়ার সুযোগ পাবেন।

গ্রামের মহিলাদের ফুচকা খাওয়ার জন্য বিশেষ কুপনের ব্যবস্থাও করা হয়েছিল। সেই কুপন দেখালেই যে যত খুশি ফুচকা খাওয়ার সুযোগ পাবেন।

4 / 6
কুলবাড়ি গ্রাম পঞ্চয়েতের সহসভাপতি তুষারকান্তি দাস এই বিষয়ে বলেন, "দলের প্রতিষ্ঠা দিবসে মিষ্টিমুখের পাশাপাশি  ফুচকা খাওয়ার আয়োজন করা হয়েছিল মাটির মানুষের কাছাকাছি পৌছানোর জন্য।"

কুলবাড়ি গ্রাম পঞ্চয়েতের সহসভাপতি তুষারকান্তি দাস এই বিষয়ে বলেন, "দলের প্রতিষ্ঠা দিবসে মিষ্টিমুখের পাশাপাশি ফুচকা খাওয়ার আয়োজন করা হয়েছিল মাটির মানুষের কাছাকাছি পৌছানোর জন্য।"

5 / 6
যদিও এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। চণ্ডীপুরের বিজেপি নেতা পুলককান্তি গুড়িয়া বলেন, "তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর যে রাজনীতি করছে, প্রলোভন দেখানো ও ভয় দেখানো এই দুটোই এখন তাদের অস্ত্র। মহিলারা এখন বুঝতে পারছেন। ফুচকা খাইয়ে নতুন করে আর লোভ দেখাতে পারবে না। এই ধরনের রাজনীতি বাংলার পক্ষে ক্ষতিকারক।"

যদিও এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। চণ্ডীপুরের বিজেপি নেতা পুলককান্তি গুড়িয়া বলেন, "তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর যে রাজনীতি করছে, প্রলোভন দেখানো ও ভয় দেখানো এই দুটোই এখন তাদের অস্ত্র। মহিলারা এখন বুঝতে পারছেন। ফুচকা খাইয়ে নতুন করে আর লোভ দেখাতে পারবে না। এই ধরনের রাজনীতি বাংলার পক্ষে ক্ষতিকারক।"

6 / 6