AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: স্বাস্থ্যভবনের সামনে এখনও লড়াইয়ে আন্দোলনকারীরা, তার মাঝেই আবারও উড়ল সবুজ আবির-উঠল ‘জয় বাংলা’ স্লোগান

TMC: আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল।

TMC: স্বাস্থ্যভবনের সামনে এখনও লড়াইয়ে আন্দোলনকারীরা, তার মাঝেই আবারও উড়ল সবুজ আবির-উঠল 'জয় বাংলা' স্লোগান
উড়ল সবুজ আবিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 12:13 PM
Share

নন্দীগ্রাম:  আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। তিলোত্তমা ধর্ষণ-খুনে তদন্ত নিয়ে রাজ্য সরকারের একাধিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেও এগরা সমবায় নির্বাচনে সবুজ ঝড়। ১২ টি আসনের ১২টিতেই জয় পেল ঘাসফুল শিবির। পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ১২টি আসন রয়েছে। বুধবার সন্ধ্যায় পাঁচরোলে ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি। ১২টি আসন ঘাসফুলের দখলে যায়।

আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল। ঠিক সেই আবহে জেলার একের পর এক সমবায় সমিতির নির্বাচনে দেখা যাচ্ছে সবুজ ঝড়। ১২ টি আসনের মধ্যে ১২টি আসনই জয় করে নিল তৃণমূল কংগ্রেস।

পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দেখা গেল। এই সমবায় সমিতিতে মোট ১২ টি আসন রয়েছে। মোট ভোটার ৭৮৯। মোট প্রার্থী ২৪ জন। ৮ টি নির্বাচনী ক্ষেত্র। যদিও দুটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। বুধবার সকালে থেকেই এগরা থানার কড়া পুলিশি নিরাপত্তায় নির্বাচন শুরু হয়। নির্বাচন শেষ হয় বুধবার বিকালে। সন্ধ্যায় গণনার পর দেখা যায় সব কটি আসন দখল করে তৃণমূল। বিরোধীরা কার্যত খাতা খুলতেই পারেনি।

ফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীরা সবুজ আবির উড়িয়ে ‘জয় বাংলা স্লোগান’ দেন। এদিন এগরা ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস ফল ঘোষণার পরে জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে। লড়াইয়ের ময়দানেও আছে। তা আবার প্রমাণিত হল।”

উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, তৃণমূল নেতা গৌরীশঙ্কর মাইতি। তবে এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা অরূপ দাস বলেন, “সমবায় নির্বাচন কখনও দলের প্রতীকে হয় না। তবে বিজেপি সমর্থীত প্রার্থীরা কেন হেরেছে সে বিষয়ে সবাইকে নিয়ে বসবো। সঠিক কারণ পর্যালোচনা করা হবে।” তিনি আরও বলেন, “আমরা আগে সমবায় নির্বাচনে লড়িনি। আমাদের অভিজ্ঞতাও কম। আগামীদিনে সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে আরো ভালো হবে বলে আশাবাদী বিজেপি নেতা অরূপ দাশ।”