AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: সৌমেন্দুর সংসদীয় এলাকায় সমবায় ভোটে বিজেপিকে শূন্য করল তৃণমূল

Cooperative election in Purba Medinipur: তৃণমূলকে টক্কর দিতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারপরও খাতা খুলতে পারেনি তারা। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন তৃণমূলের অঞ্চল সভাপতি শুভেন্দু কর।

Purba Medinipur: সৌমেন্দুর সংসদীয় এলাকায় সমবায় ভোটে বিজেপিকে শূন্য করল তৃণমূল
৯টি আসনেই জিতল তৃণমূলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 7:48 PM
Share

ভগবানপুর: পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায়ে জয়ের মধ্যেই ধাক্কা খেল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সংসদীয় এলাকার একটি সমবায়ে বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। ভগবানপুরে ওই সমবায় সমিতির ৯টি আসনের সবগুলিতেই জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফলে খাতাই খুলতে পারল না বিজেপি। এই জয়ের পর গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল।

শুক্রবার মহম্মদপুর ১ ও ২ অঞ্চলের অন্তর্গত মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। এই সমবায়ের ৯টি আসনের নির্বাচনে মোট ভোটার ৭৭৫ জন। ভোট পড়ে ৬২৪টি। ভোটগণনার সময় বাতিল হয় ৪৭টি ভোট। ভোটগণনা শেষে দেখা যায়, ৯টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জিতেছেন।

তৃণমূলকে টক্কর দিতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারপরও খাতা খুলতে পারেনি তারা। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন তৃণমূলের অঞ্চল সভাপতি শুভেন্দু কর।

সমবায়ে জয়ের পর বিজেপিকে আক্রমণ করে ভগবানপুর ১ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভকান্তি বেরা বলেন, “রাম-বাম জোট বেঁধেছিল। রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখিয়েছিল। তারপর মানুষ তাদের হারিয়েছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। ভগবানপুরের মাটি তৃণমূলের শক্তি ঘাঁটি। এখানে রাম-বামের জোটের কোনও জায়গা নেই।” ছাব্বিশের নির্বাচনেও মানুষ তৃণমূলকে সমর্থন করবেন বলে তিনি আশাবাদী। এই সমবায়ের ফল নিয়ে বিজেপির এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।