TMC vs BJP: অভিষেকের সভার প্রস্তুতি সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল, ‘হাস্যকর অভিযোগ’ বলছে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 20, 2022 | 5:00 PM

Purba Medinipur: তৃণমূল শিবির অভিযোগের আঙুল তুলছে বিজেপির দিকে। শাসক পক্ষের অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।

TMC vs BJP: অভিষেকের সভার প্রস্তুতি সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল, হাস্যকর অভিযোগ বলছে বিজেপি
আক্রান্ত তৃণমূল কর্মী

Follow Us

কাঁথি: ডিসেম্বরের শুরুতে কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলার তৃণমূল শিবির (TMC)। শবিবার বিকেলে ভগবানপুরের উত্তর খামার স্কুল বাজার এলাকায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা শেষে ফেরার পথে ইটাবেড়িয়া এলাকায় তিনজন তৃণমূল কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া এলাকায়। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকুমার মানিকও। তিনজন আক্রান্তের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর এই ঘটনায় তৃণমূল শিবির অভিযোগের আঙুল তুলছে বিজেপির দিকে। শাসক পক্ষের অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগও জানিয়েছে স্থানীয় তৃণমূল শিবির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।

তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতি বলেন, শনিবার বিকেলে উত্তর খামার স্কুল বাজার এলাকায় আমাদের একটি প্রস্তুতি সভা ছিল। সেই সভা শেষ করে রাত ৯টা নাগাদ আমাদের পঞ্চায়েত সদস্য সুকুমার মানিক যখন ফিরছিলেন সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। আমাদের কর্মীরা খবর পেয়ে বেরিয়ে এলে ওরা পালিয়ে যায় । এরপর ২২-২৩ জন দুষ্কৃতী নির্মল প্রামাণিকের বাড়িতে হামলা চালায় ও মারধর করে। রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় নির্মলকে উদ্ধার করে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্যে। এই ঘটনায় আরও দু’জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। ভূপতিনগর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে। সমগ্র বিষয়ে নিয়ে আমরা ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ কর্তাদের বলেছি, যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেন।”

যদিও তৃণমূল শিবিরের এই অভিযোগ পুরোপুরি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উস্কে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “বরোজ ,অর্জুননগর, ইটাবেড়িয়া, মুজবেড়িয়া এলাকায় তৃণমূল লাগাতার সন্ত্রস চালাচ্ছে। কয়েকদিন আগে মুগবেড়িয়াতে আমাদের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকায় যাদের দাপট তারা যদি অভিযোগ করে তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, তা শুনলে হাসি পায়। বিজেপির কর্মীরা কারও ওপর আক্রমণ করেনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা।”

Next Article