Panchayat Elections 2023: এগরাতে তৃণমূল কর্মীকে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Jul 06, 2023 | 8:38 PM

Panchayat Elections 2023: তৃণমূলের অভিযোগ, বিজেপির প্রার্থী শেখ ওসমান সাহা এদিন দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় এগরা থানায় অভিযোগও দায়ের হয়েছে।

Panchayat Elections 2023: এগরাতে তৃণমূল কর্মীকে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
ব্যাপক উত্তেজনা এগরায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

এগরা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারের শেষ দিনেও বিরতি নেই হিংসায়। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে নানা প্রান্ত থেকে লাগাতার এল অশান্তির ছবি। শেষ বেলায় এগারায় ঘটে গেল ভয়াবহ ঘটনা। এক তৃণমূল (Trinamool Congress) কর্মীকে তলোয়ার দিয়ে কোপানার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে। সূত্রের খবর, কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের হরিচক ২১ নম্বর বুথে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী পাখিরা বিবির স্বামী ভিনু সাহার মাথায় তলোয়ারের কোপ পড়েছে। ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাঁর মাথায় ২১টি স্টিচ পড়েছে বলে খবর। 

শুধু ভিনু সাহা নয়, তৃণমূল প্রার্থী পাখিরা বিবিকেও মারধর করার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন রাবিবুল সাহা, নাজির সাহা, এনসার সাহা ও মর্জিনা বিবি নামে আরও চার তৃণমূল কর্মী। তাঁদের অভিযোগ, বিজেপির প্রার্থী শেখ ওসমান সাহা এদিন দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় এগরা থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনায় এলাকার তৃণমূল নেতা শান্তনু নায়েক বলেন, “বিজেপি বুঝতে পেরেছে ওরা জিততে পারবে না। এখানে তো মাত্র তিনটি পরিবার বিজেপি করছে। তাই আমাদের কর্মীদের মেরেছে। একজনের মাথায় তলোয়ার দিয়ে কোপ মেরেছে। একজনের হাত ভেঙেছে।” 

এরপরই বিজেপিকে উদ্দেশ্য করে তাঁর হুঁশিয়ারি, “আমি বিজেপিকে বলছি। সাবধান হয়ে যাক। আমরাও ছেড়ে কথা বলব। এরপর ওরা দেখবে কী হয় পরিস্থিতি।” যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে বিজেপি। এলাকার বিজেপি নেতা শেখ উসমান বলছেন, “ওরা আমচকা আমাদের মারধর শুরু করে। কোনও কথা না বলে আমাকে মারতে শুরু করে তৃণমূলের লোকজন। আমাদের ৫-৭ জন ওদের মারে আহত হয়েছে।”   

Next Article