পূর্ব মেদিনীপুর: করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গ্রাফ কিছুটা স্তিমি নেমে আসতেই ফের রাজ্যের পর্যটনক্ষেত্রে ভিড় জমাচ্ছে বাঙালি। বিগত কয়েক মাসের বিধিনিষেধে দমবন্ধ হয়ে আসা পরিবেশ কাটাতে কেউ ছুটছেন সমুদ্রের ধারে, কেউ বা হাতে একটু বেশি সময় নিয়ে পাহাড়েই পাড়ি দিচ্ছেন। তবে বেশিরভাগ বাঙালির অত্যন্ত প্রিয় ছুটি কাটানোর জায়গা দিঘা এবং মন্দারমণিতে ঘুরতে গেলে এ বার থেকে কড়া নিয়ম পালন করত হবে পর্যটকদের। নতুবা ঢোকাই যাবে না সৈকতনগরীতে। সোমবার এমনই এক কড়া নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন।
কাঁথির মহকুমা শাসক বিক্রম মোহন হিরানী সোমবার একটি নোটিস জারি করে জানিয়ে দিয়েছেন, এখন থেকে দিঘা বা মন্দারমণিতে যেতে হলে সঙ্গে করোনা টিকার দু’টি ডোজ় নেওয়ার শংসাপত্র থাকা বাধ্যতামূলক। নয়তো ‘নো এন্ট্রি’। তাহলে যাদের টিকাকরণ হয়নি, বা একটি ডোজ় নিয়েছেন, তাঁরা কি দিঘা-মন্দারমণি যেতে পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু তাঁদের সঙ্গে রাখতে হবে অন্য একটি শংসাপত্র। ঘুরতে যাওয়ার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে আসা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে সঙ্গে।
জুন মাসেই শেষ সপ্তাহে করোনা বিধি শিথিল হওয়ার পর থেকেই একটু একটু করে দিঘা ও মন্দারমণি মুখো হয়েছেন। পয়লা জুলাই থেকে বাস পরিষেবা শুরু হওয়ার পর তো ক্রমশ পর্যটকদের সংখ্যা বেড়েছে উপকূলবর্তী দুই ভ্রমণস্থলে। কিন্তু পর্যটকদের আগাগোনায় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পর্যটকেরা কোভিড বিধি পালন করছেন না। ফলে তৃতীয় ঢেউ আসার আগেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল প্রশাসন। সেই কথা মাথায় রেখেই এ বার দিঘা মন্দারমণির হোটেলে ঢোকার সময়ই এই সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। আরও পড়ুন: পাছে গরম লাগে! এসি গাড়িতে চেপেই মাসির বাড়ি গেলেন জগন্নাথ, মাস্কও পরানো হল সুভদ্রাদের