AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৌমেন্দু ফ্যাক্টর হবেন না, ফুটবে ঘাসফুল; কাঁথি নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী

অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে বিজেপি প্রার্থী করেছে কাঁথি লোকসভা আসনে। কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীনই বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমেন্দু। এবার কাঁথি থেকেই তাঁকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। যদিও অধিকারীদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক।

সৌমেন্দু ফ্যাক্টর হবেন না, ফুটবে ঘাসফুল; কাঁথি নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 8:56 AM
Share

কাঁথি: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে এ রাজ্যের ২০ জন প্রার্থীর নাম। অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে বিজেপি প্রার্থী করেছে কাঁথি লোকসভা আসনে। কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীনই বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমেন্দু। এবার কাঁথি থেকেই তাঁকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।

কাঁথি লোকসভার বর্তমান সাংসদ হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। তিনি খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদ। তবে শিশিরবাবুর বয়স হয়েছে। তিনি যে আর ভোটে দাঁড়াবেন না তা স্পষ্ট ছিল। এমনও গুঞ্জন ছিল যে কাঁথি নিজেদের দখলে রাখতে শান্তিকুঞ্জের কেউ প্রার্থী হবেন। প্রার্থী হয়ে নিজের জয়ের বিষয়ে বেশ নমনীয় ও আশাবাদী সৌমেন্দু অধিকারী। তিনি বলেছেন, “কাঁথির আসন মোদীজিকে উপহার দেব আমরা। পাশাপাশি তৃণমূলের অত্যাচার, লুটের জবাব ও বদলা গণতান্ত্রিক ভাবেই নেবে ভারতীয় জনতা পার্টি ও গণদেবতা।”

ছেলের জয়ের ব্যাপারে আশাবাদী অধিকারী বাড়ির কর্তা সাংসদ শিশির অধিকারীও। তিনি বলেছেন, “ছেলের ঠিক লাইনেই এগোচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাঁর আরও দাবি, ছেলের জয়ের ব্যবধান সব রেকর্ড ছাপিয়ে যাবে। তার উপর ঘটে যাওয়া অন্যায় জবাব দেবে মানুষ। আমাকে ও শুভেন্দুকে কেলেঘাই ও ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি। আশা করি সৌমেন্দু মানুষের জন্য সেগুলো করবে।” অপর সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “ছোট ভাই সৌমেন্দুকে বিজেপির প্রার্থী করার সবার থেকে আমি খুশি। দীর্ঘ দু’বছর যন্ত্রনা ব্যথা বেদনার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে তাঁকে।ত্রিপল চুরি সহ নানা মিথ্যা মামলায় দিয়েছে এই সরকার। সেই সব নিয়ে প্রতিবাদ করার প্রকৃত সময় এসেছে। এই আসনে বিজেপি বিপুলভাবে জয়ী হবে। ওর হয়ে প্রচারে যাব। মানুষকে বোঝাব। বলব ওকে ভোট দেওয়ার জন্য।”

যদিও অধিকারীদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেছেন, “তৃণমূলকে কী দিয়েছেন তা জানি না। তবে কে কী কী নিয়েছেন সারা জেলাবাসী তা জানে। আর অধিকারীদের বিরুদ্ধে প্রচার কঠিন বলে কোনও কথা নেই। লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি ২০১৯ লোকসভা ভোটে তৃণমূল কর্মীদের আবেগকে সঙ্গে নিয়ে, মানুষের সমর্থনে জয়ী হয়ে বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেন। সব হিসেবের জবাব পাবেন এই ভোটে। এই জেলার দুটি সিটই ভালো ব্যাবধানে জয়ী হবে তৃণমূল।” সূত্রের খবর কাঁথি লোকসভায় তৃণমূল প্রার্থী হিসেবে দলের পছন্দের তালিকায় রয়েছে উত্তম বারিক, মন্ত্রী অখিল গিরি, অভিনেত্রী রচনা ব্যানার্জি ও বিধায়ক সোহমের নাম। এখন দলীয় ভাবে ঘোষণার অপেক্ষা শুধু।